জীবননগর সুটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ নিহত

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূ মাহমুদা খাতুন (৩০) নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহতে স্বামী পল্লি চিকিৎসক মাহাবুল হক জানিয়েছেন, সেহরি খাওয়া শেষে তিনি মসজিদে নামাজ আদায়ের জন্য যান। তীব্র গরমের মধ্যে স্ত্রী মাহমুদা খাতুন এ সময় কোরআন তেলোয়াত করছিলেন। এ সময় বিদ্যুৎ সরবরাহ এলে মাহমুদা বৈদ্যুতিক সকেটে টেবিল ফ্যানের প্লাগ লাগাতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মাহবুল নামাজ পড়ে বাড়ি ফিরে ঘরে মাহমুদাকে মৃত অবস্থায় দেখতে পান। নিহত গৃহবধূ ২ সন্তানের জননী বলে জানা গেছে।

Leave a comment