গ্রামীণ জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে বদ্ধ পরিকর সরকার

 

শেখ শফি: তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেবার পরিকল্পনা করেছে সরকার। গ্রামীণ জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা নিশ্চিত করণের যে লক্ষ্য, তার একটি অংশ হচ্ছে টেলি মেডিসিন সেবা। এ সেবার মাধ্যমে একজন মানুষ স্থানীয় স্বাস্থ্য কমেপ্লেক্সে এসে টেলি কনফারেন্সের মাধ্যমে ঢাকা সহ বিভিন্ন মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে পরামর্শ নিয়ে স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারবেন।

সে লক্ষে আজ দুপুরে মেহেরপুরের মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে টেলি মেডিসিন সেবার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। তিনি আরো বলেন, শুধু স্বান্থ্য খাতেই নয়, সরকার কৃষি ও শিক্ষা ক্ষেত্রে ব্যপক অবদান রেখে চলেছে। অনুষ্ঠানে উপস্তিত ছিলেন, জেলা প্রশাসক পরিমল সিংহ, সিভিল সার্জন ডাঃ আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস বাগোয়ান ইউ পি চেয়ারম্যান আয়ূব হোসেন। বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ফকরুল হাসান ও ডাঃ সাইদুল ইসলাম প্রমূখ। স্বাগত বক্তব্য রাখের স্যাকমো হাফিজুর রহমান সঞ্চালনায় ছিলেন ডাঃ সাদিয়া সুলতানা । এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, সেবিকা সহ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।