ইফতার মাহফিল

আলমডাঙ্গা উপজেলা বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল শনিবার আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস। আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মজিবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির নেতা হবিবর রহমান হবি, জেলা আইনজীবী সমতিরি সাধারণ সম্পাদক অ্যাড. হেদায়েত হোসেন আসলাম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আনিসুর রহমান আনিছ, জেলা মৎসজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, যুগ্ম আহ্বায়ক আরশাদ আলী কালু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি আব্দুল মান্নান, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ সিদ্দিকী। আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টুর উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার বাবলু, আলমডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিল্টন মল্লিক, কামরুজ্জামান বকুল, জেলা ছাত্রদলের আহ্বায়ক রাজিব খান, আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাগরিবুর রহমান, মামুনুর রশিদ, চিনির উদ্দিন প্রমুখ।

 

জীবননগরের সীমান্ত ইউনিয়নে ইফতার মাহফিল

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের প্রবীণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল শনিবার উপজেলা হলরুমে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল।

সীমান্ত ইউনিয়ন প্রবীণ উন্নয়ন কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পার্টি পূর্বক আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, সীমান্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, পিকেএসএফ’র প্রতিনিধি গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমআর বাবু, সীমান্ত ইউনিয়ন লোকমোর্চার সভাপতি ওসমান গনি ও প্রবীণ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম। ওয়েভ ফাউন্ডেশনের ডিএ ম্যানেজার কামরুজ্জামান যুদ্ধের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় সহযোগিতা করেন লিটন।

 

দামুড়হুদায় কার্পাসডাঙ্গায় ইফতার মাহফিল

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ফাউন্ডেশনের নিজ কার্যালয়ে শাখা ব্যবস্থাপক চিন্ময় কুমার সানার সভাপতিত্বে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, কাইয়ুম খান, মোহন সরকার, রিনি খাতুন, জিয়াউর রহমান, হাসেম আলী, আব্দুল্লাহ সোহাগ, ছালমা খাতুন, সোভন প্রমুখ।

 

চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড়ের শতবর্ষী নারী জবেদা বেগমের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দৌলাতদিয়াড় ফায়ার সার্ভিস ও সরদারপাড়া জামে মসজিদে পরিবারের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জবেদা বেগম দৌলাতদিয়াড় সরদারপাড়ার মৃত দরবার আলীর স্ত্রী। তিনি গত ১৭ জুন ১শ বছর বয়সে মারা যান।

Leave a comment