দেশ বিদেশের টুকিটাকি : হংকংয়ে শিল্প ভবনে অগ্নিকাণ্ড : ২ দমকল কর্মীর মৃত্যু

প্রতি উপজেলায় টেকনিক্যাল স্কুল স্থাপন : শিক্ষমন্ত্রী

স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগ প্রসারিত করতে প্রতিটি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল স্থাপনের কার্যক্রম সরকার গ্রহণ করেছে। তিনি বলেন, প্রথম পর্যায়ে ১০০ উপজেলায় এ ধরনের টেকনিক্যাল স্কুল স্থাপনের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে অবশিষ্ট ৩৮৯টি উপজেলায় টেকনিক্যাল স্কুল স্থাপনের লক্ষ্যে গৃহীত প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গতকাল শুক্রবার ঢাকার তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের বঙ্গবন্ধু মিলনায়তনে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সাথে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ১১৯টি সরকারি পলিটেকনিক ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষগণ কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাসের সাথে ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন।

 

লিফট ভেঙে দুই প্রতিমন্ত্রীকে উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজধানীর কাওরান বাজারে একটি ভবনের লিফট থেকে নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়েছে বিদ্যুতপ্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার মধ্যরাতে জাহাঙ্গীর টাউয়ার ভবনে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া দুই প্রতিমন্ত্রী বেসরকারি টেলিভিশন একুশে টিভিতে একুশের রাত অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। সেখানে থেকে ফেরার জন্য সাত তলা থেকে লিফটে নামার সময় গ্রাউন্ড ফ্লোরে এসে লিফট আটকে যায়। লিফট বিকল হওয়ায় তারা আর নামতে পারেননি। এ সময় দুই প্রতিমন্ত্রী ও তাদের সাতজন সহকর্মী আটকা পড়েন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ভজন সরকার বলেন, খবর পেয়ে রাত ১টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের তিনটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের (ঢাকা বিভাগ) সহকারী পরিচালক মাসুদুর রহমান জানান, ম্যাগনেটিভ ফল্টের কারণে গ্রাউন্ড ফ্লোরে এসে লিফটি বিকল হয়ে যায়। এরপর লিফটের দরজা ভেঙে তাদেরকে নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়। ওই লিফটে তারা প্রায় আধা ঘণ্টা আটকা পড়ে ছিলেন।

 

ঢাবির রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে নতুন কোর্স

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে নতুন কোর্স সংযুক্ত করা হয়েছে। এর ফলে মেধাবী শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে এই প্রথম রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি (সম্মান) অধ্যয়নের দ্বার উন্মোচিত হলো। বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি প্রতিষ্ঠিত মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে এই নতুন কোর্সটি অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই সাথে বিভাগটির নাম পরিবর্ধন করে রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আধুনিক প্রযুক্তিময় যুগের চাহিদার প্রেক্ষিতে এবং বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম পর্যালোচনার ভিত্তিতে ২১ জুনের সিন্ডিকেট সভায় বিভাগটির নাম পরিবর্ধনের এ সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সিন্ডিকেটের সভায় সভাপতিত্ব করেন। গত বছরের ৮ সেপ্টেম্বর এ বিভাগটির সূচনা হয়েছিল ডিপার্টমেন্ট অব মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনে ২০১৫-১৬ সেশন থেকে বিভাগটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এবং শিক্ষক হিসেবে দায়িত্বরত আছেন ড. সেঁজুতি রহমান ও ড. শামীম আহমেদ দেওয়ান।

 

মোবাইল অ্যাপে মিলছে ট্রেনের টিকিট

স্টাফ রিপোর্টার: মোবাইল অ্যাপ ব্যবহার করে ট্রেনের টিকিট কাটার সুযোগ পাচ্ছেন আগ্রহী ব্যক্তিরা। ট্রেন টিকিট অ্যান্ড শিডিউল ইন বিডি নামের অ্যাপটির নির্মাতা টেকটিউনস। রেলওয়ে সূত্র বলছে, অ্যাপ ব্যবহার করে কাউন্টারে এসে ফিরতি এসএমএস ও কোড নম্বর দেখালেই টিকিট দেয়া হয়। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাপটিতে এসএমএসে ও ওয়েবসাইটে টিকিট কেনার পুরো প্রক্রিয়ার বর্ণনা রয়েছে এবং অ্যাপ থেকেই টিকিট কাটার সুবিধাও আছে। সকাল নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে টিকিট কাটার চেষ্টা করলে সুবিধা পাওয়া যায়। অ্যাপটিতে রেলের সময়সূচি, অনলাইনে ও এসএমএসে টিকিট কাটার সুবিধা, টিকিটের মূল্যসহ গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে।

 

জাকির নায়েক যুক্তরাজ্যে নিষিদ্ধ

মাথাভাঙ্গা মনিটর: ড. জাকির নায়েককে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিবের বরাত দিয়ে তাদের সংবাদে বলা হয়েছে, অগ্রহণযোগ্য আচরণের কারণে তার ওপর এ নিষেধাজ্ঞা। জাকির নায়েক, চুয়াল্লিশ বছর বয়সী একজন ইসলাম প্রচারক। যুক্তরাজ্যের লন্ডন ও শেফিল্ডে ইসলাম সম্পর্কে ধারাবাহিক বক্তৃতা দিয়ে আসছিলেন। এ ব্যাপারে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব তেরেসা মে বলেন, যুক্তরাজ্যে প্রবেশের ব্যাপারটি জাকির নায়েকের জন্য সুযোগ ছিলো, অধিকার নয়। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব যে কাউকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধ করতে পারে যদি তিনি সে ব্যক্তিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করেন। মিস মে বলেন, জাকির নায়েকের অনেক মন্তব্য তার অগ্রহণযোগ্য বক্তব্যের প্রমাণস্বরূপ আমার কাছে রয়েছে।

 

চীনে টর্নেডো-শিলাবৃষ্টি : ৯৮ জনের মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংসুতে টর্নেডো ও শিলাবৃষ্টিতে কমপক্ষে ৯৮ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে কয়েকশ মানুষ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগে প্রদেশটির বিদ্যুত ব্যবস্থা বিপর্যস্ত ও ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টি, শিলাঝড় ও টর্নেডোতে ইয়ানচেং শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং অনেক ঘরবাড়ির বিধ্বস্ত হয়েছে। অনলাইন গণমাধ্যমে পোস্ট করা ছবিতে বিধ্বস্ত বাড়ি ও উল্টে যাওয়া গাড়িতে আহত মানুষজনকে পড়ে থাকতে দেখা গেছে। গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে রাস্তায় পড়ে আছে। ৭৮ মাইল বেগে ঝড়োবাতাস বয়ে যায় প্রদেশটির ওপর দিয়ে।

 

হংকংয়ে শিল্প ভবনে অগ্নিকাণ্ড : ২ দমকল কর্মীর মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: হংকংয়ের পূর্বাঞ্চলীয় কাওলুন এলাকার একটি বহুতল শিল্প ভবনে চারদিন ধরে আগুন জ্বলছে। গতকাল শুক্রবার দমকলকর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। প্রায় ৭২ ঘণ্টা ধরে অব্যাহত এই অগ্নিকাণ্ডে দুই দমকলকর্মীর মৃত্যু ও আরো ১২ জন আহত হয়েছে। এই ঘটনায় মারা যাওয়া দ্বিতীয় ব্যক্তির নাম হুই (৩৭)। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। হংকংয়ের প্রধান নির্বাহী লেউং চুন-ইং বৃহস্পতিবার দিবাগত রাতে বলেন, দমকল বাহিনীতে কর্মরত সহকর্মীদের প্রাণহানি ও আহত অবস্থায় যন্ত্রণায় কাতরাতে দেখে তিনি হতভম্ব হয়ে গেছেন। গত মঙ্গলবার সকালে একটি শিল্প ভবনের একটি গুদাম ঘরে ৪ নম্বর আগুন লাগার সংকেতটি বেজে ওঠে। বর্তমানে দমকল কর্মীরা নয়টি জেট, ৫টি গ্রাউন্ড মনিটর, ৩৮টি আগুন নিয়ন্ত্রণকারী ইঞ্জিন ও ৪টি অ্যাম্বুলেন্সের সাহায্যে আগুন নিয়ন্ত্রণ করছে।

 

চীনে ট্রাক-মিনিভ্যান সংঘর্ষ : নিহত ৯

মাথাভাঙ্গা মনিটর: চীনের উত্তরপূর্বাঞ্চলের হিলংজিয়াং প্রদেশে শুক্রবার সকালে এক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৩ জন। ট্রাক ও মিনিভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহত হওয়া সবাই মিনিভ্যানের যাত্রী ছিলো। স্থানীয় সময় সকাল ৯ টায় তানগিউয়ান কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মিনিভ্যানে ২২ জন যাত্রী ছিলো। ঘটনার পর পুলিশ ট্রাক চালককে আটক করেছে। তার ডাক নাম লিউ। এ দুর্ঘটনার ব্যাপারে তদন্ত চলছে।

Leave a comment