দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংস্থার সভাপতি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সিরাজুল আলম ঝন্টু, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, উপজেলা শিক্ষা অফিসার নূর জাহান, সোনালী ব্যাংক, দামুড়হুদা শাখার ম্যানেজার ব্রতীন কুমার বাকচি, প্রধান শিক্ষক আলাউদ্দীন, ক্রীড়া সংস্থার সহসভাপতি শিক্ষক শাহাবুদ্দিন শাহিন, কোষাধ্যক্ষ আব্দুল খালেক, শিক্ষক সাইদুর রহমান, হারুণ অর রশিদ, ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বখতিয়ার হোসেন বকুল, সৈয়দ মাসুদুর রহমান, আব্দুল হালিম ভূট্টু, সেলিনা আকতার, সদস্য জিল্লুর রহমান খোকন, শিক্ষক আবুল হোসেন, মুনসুর আলী, নাজমুল আহসান, মোস্তাক আহম্মেদ, কুতুব উদ্দীন, সিদ্দিকুর রহমান, আশাদুল হক, শামসুল হক, সাব্বির আহম্মেদ, জাফরুল ইসলাম, হাফিজুর রহমান, মাহমুদুল হাসান, শরীফ উদ্দীন, জাহাঙ্গীর আলম, জাহিদুল ইসলাম প্রমুখ। সভায় খেলাধুলার মানোন্নয়নসহ উপজেলা ক্রীড়া সংস্থার বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় নুতন কমিটি গঠনের লক্ষ্যে আগামী ২৭ জুন কার্যনির্বাহী কমিটির সভা আহ্বান করা হয়। সভাটি পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম. নূরনবী।