মাথাভাঙ্গা মনিটর: কোপা আমেরিকা দুর্দান্ত পারফর্ম করা লিওনেল মেসি থাকছেন না অলিম্পিকে। অলিম্পিকের আসরে তাকে দলে রাখেননি কোচ জেরার্ডো টাটা মার্টিনো। মার্টিনো জানান, অলিম্পিকে যাবে না মেসি। অবশ্যই আমি অলিম্পিক জিততে চাই, তবে চড়া মূল্য দিয়ে নয়। মেসির ক্ষতির জন্য তাকে মাঠে নামিয়ে দিতে পারি না। এমনিতেই বার্সার হয়ে লম্বা একটা মরসুম পার করতে হয়েছে তাকে। আমি চাই আপাতত চিলির বিপক্ষে মেসি শুধুমাত্র কোপার ফাইনাল ম্যাচটি নিয়ে ভাবুক। অবশ্য ব্রাজিলের রিও ডি জেনিরো অলিম্পিকে মেসির খেলা হবে না, সেটা অনুমিতই ছিলো। মেসিকে ছাড়াই আর্জেন্টিনার অলিম্পিক দলের ৯ খেলোয়াড়ের নাম ঘোষণা করেছেন মার্টিনো। বাকিদের নাম ঘোষণা হবে কোপা আমেরিকার চলমান আসরে চিলির বিপক্ষে ফাইনাল ম্যাচের পর। পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড়কে ছাড়াই রিও অলিম্পিকে আর্জেন্টিনাকে মুখোমুখি হতে হবে শক্তিশালী পর্তুগাল, হন্ডুরাস এবং আলজেরিয়ার বিপক্ষে। নিয়মিত অধিনায়ককে রেখেই অলিম্পিকে যাচ্ছে আলবেসিলেস্তরা। ৫ থেকে ২১ আগস্ট অনুষ্ঠিত হবে এবারের অলিম্পিক। কোপা আমেরিকা আর অলিম্পিকের পর আছে বিশ্বকাপ বাছাইপর্ব। ক্লাব বার্সেলোনায় খেলার পাশাপাশি আর্জেন্টিনার হয়ে এতো ম্যাচে মেসিকে খেলাতে চাননা মার্টিনো। বেশি ম্যাচ খেলানোয় চোটের শঙ্কা থাকায় তাই সেরা স্ট্রাইকারকে বাদ রেখেই ব্রাজিলে দল নিয়ে যাবেন মার্টিনো।