কার্পাসডাঙ্গার বাঘাডাঙ্গায় গ্রাম প্রতিরক্ষা দল গঠনের উদ্বোধন

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দামুড়হুদা মডেল থানার আয়োজনে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির আইসি জিয়াউল হকের সভাপতিত্বে হিন্দু-খ্রিস্টান মুসলিম ভাই ভাই এই স্লোগানকে সামনে রেখে কার্পাসডাঙ্গা বাঘাডাঙ্গা মিশন ধর্মপল্লিতে গ্রাম প্রতিরক্ষা দল গঠন ও অপরাধীদের রুখতে বাশের লাঠি ও বাঁশি তুলে দেন প্রধান অতিথি দামুড়হদা মডেল থানার ওসি (তদন্ত) আ. খালেক। তিনি বলেন, যারা গুপ্তহত্যা চালায় এরা মানুষ না জানোয়ার। ইসলাম কখনো এসব সমর্থন করেনা। মহানবীর আদর্শ ছেড়ে যারা ধর্মের নামে দেশকে অশান্ত করার পায়তারা করছে তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া হবে। উপস্থিত ছিলেন সুপান সরকার, ডমিনিক মণ্ডল, আনন্দ মণ্ডল, সাধন, সমির, মিন্টু, বিফল, সুকুর আলী, সাংবাদিক মেহেদী হাসান মিলন, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির আইসি জিয়াউল হক, এসআই কবির, মিজান, এএসআই মুহিতসহ প্রশাসনের কর্মকর্তারা।