আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের মৃত্যু : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 

আলমডাঙ্গা ব্যুরো: না ফেরার দেশে চলে গেলে মহান মুক্তিযুদ্ধের লড়াকু সৈনিক আলমডাঙ্গা গোবিন্দপুরের মুক্তিযোদ্ধা নিঃসন্তান আব্দুল মজিদ (৭০)। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

                আলমডাঙ্গার পৌরসভাধীন গোবিন্দপুরের মৃত হারান আলী লস্করের ছেলে আব্দুল মজিদ আমাদের স্বাধীনতা- সার্বভৌমত্বের অন্যতম সিপাহ সালার ছিলেন। মুক্তিযুদ্ধের রণাঙ্গনে তিনি ছিলেন অকুতোভয় সৈনিক। গত বেশ কয়েক বছর ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক হলে নেয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মার যান। রাত ১০টায় জানাজা শেষে গোবিন্দপুর জান্নাতুল বাকী কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন এই নিঃসন্তান মুক্তিযোদ্ধা। গতকাল বেলা পৌনে ৫টার দিকে মরহুমের মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, সাবেক পৌর চেয়ারম্যান ও মুক্তিযোদ্দা এম সবেদ আলী, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মেহেদী রাসেল, মুক্তিযোদ্দা এমদাদুল হক, নাজিম উদ্দিন, আব্দুল জব্বার (সিআই), আব্দুল জলিল, মনিরুজ্জামান মনি মাস্টার, পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক।