মেহেরপুরে নির্বাচিত দুই ইউপি চেয়ারম্যানকে জেলা ট্রাক মালিক গ্রুপের সংবর্ধনা

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা জেলার গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান পদে পুননির্বাচিত ও সদস্য তৌফিকুল বারী বকুল মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ট্রাক মালিক গ্রুপের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে।

গতকাল সোমবার দুপুরে মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের আয়োজনে জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার হামিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমার-উজ্জামান, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, জেলা উন্নয়ন ফোরামের প্রেসিডেন্ট রফিক-উল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আলহাজ গোলাম রসুল। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন জেলা ট্রাকমালিক গ্রুপের সহসভাপতি আশাবুল হক, এস্কেন আলী ও হাফিজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সানোয়ার উদ্দিন আহমেদগ শহীদ, নূরুজ্জামান জামান ও মোস্তাক আহমেদ বাবু, সাংগাঠনিক সম্পাদক আলহাজ আমানুল্লাহ ও সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ ফারুক হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, নির্বাহী সদস্য মহব্বত হোসেন, আমিনুর রহমান, সঞ্জিত পাল বাপ্পী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্রীড়া সম্পাদক সাফুয়ান উদ্দিন আহমেদ রুপক। পরে সেখানে প্রীতিভোজের আয়োজন করা হয়।

Leave a comment