মেহেরপুর অফিস: মেহেরপুর-ঝাউবাড়িয়া সড়কে সদর উপজেলার নওদাপাড়া মোড়ে বালি ভর্তি ট্রাক ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান ছিলেন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের বেলতলাপাড়ার জাফর আলীর একমাত্র ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, হাবিবুর রহমান ঝিনাইদহ পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা শেষ করে ঢাকায় বুয়েট ভর্তি কোচিং করছিলেন। তিনদিন আগে সে ছুটিতে বাড়ি আসেন। সকালে মোটরসাইকেলযোগে মেহেরপুর শহরে বাজার করতে বাড়ি থেকে রওনা দেন। ঝাউবাড়িয়া গ্রামের শেষে নওদাপাড়া মোড়ের কাছে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝাই ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ পুলিশ হেফাজতে নেয়া হয় এবং ময়নাতদন্ত শেষে দুপুরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এছাড়া পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটিকে (যশোর-ট ১১-০৮৪৩) আটক করে থানায় নিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। নিহত হাবিবুর রহমান ছিলেন এক ভাই ও এক বোনের মধ্যে বড়। তার বাবা জাফর আলী আনছার সদস্য এবং ঢাকার ধানমন্ডি থানায় কর্মরত। গতকাল বিকেলে নামাজে জানাজা শেষে তার লাশ দফন করা হয়েছে।