মেহেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

 

মেহেরপুর অফিস: ‘আমরা সবাই এক হব, আলোকিত সমাজ গড়ব’ এই শ্লোগানকে সমনে রেখে মেহেরপুর ছাত্র উন্নয়ন সংঘ (মেসডা)-এর উদ্যোগে মেহেরপুর জেলায় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ১০টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম। অনুষ্ঠানের আহ্বায়ক শেফালী খাতুন সুমির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের যুগ্মআহ্বায়ক প্রকৌশলী মো. আব্দুল্লাহ. সদস্য সচিব হাসানুজ্জামান মিলনসহ জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি ও অভিভাবকবৃন্দ।

পরে অনুষ্ঠানের অতিথিবৃন্দ ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় মেহেরপুর জেলা থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।

Leave a comment