আসলামের দুই মাস আগে জয়ের সাথে সাক্ষাত হয়েছিলো সাফাদির
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র ও তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সাথেও সাক্ষাত হয়েছিলো ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের ‘কথিত এজেন্ট’ মেন্দি এন সাফাদির। দিল্লিতে বিএনপি নেতা আসলাম চৌধুরীর সাথে কথিত বৈঠকের অন্তত দুই মাস আগে ওয়াশিংটন ডিসিতে জয়ের সাথে তার এই সাক্ষাত হয়েছে বলে জানিয়েছেন মেন্দি সাফাদি। ইউটিউবে আপলোড করা এক ভিডিও সাক্ষাতকারে সজীব ওয়াজেদ জয়ের সাথে সাক্ষাতকারের কথাটি জানিয়েছেন ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি সাফাদি। যুক্তরাষ্ট্র থেকে গতকাল বৃহস্পতিবার মেন্দি সাফাদির সাক্ষাতকারের এ ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়। তবে কোথায় ও কখন সাক্ষাতকারটি গ্রহণ করা হয়েছে তা ভিডিও দেখে নিশ্চিত হওয়ায় যায়নি।
ওই সাক্ষাতকারে মেন্দি সাফাদি বলেনে, বাংলাদেশের অনেক লোকের সাথে আমার ফেসবুকে যোগযোগ রয়েছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে যখন দিল্লি সফর করি তখনও বাংলাদেশের কিছু রাজনৈতিক ও মানবাধিকার কর্মীর সাথে আমার সাক্ষাত হয়েছে।
তিনি বলেন, ‘আমি আসলাম চৌধুরীর সাথে দেখা করেছি এটা সত্য তবে তা কোন বৈঠক ছিলো না। ভারতীয় জনতা পার্টির আমন্ত্রণে আমি যাই, তখনি আমার আসলাম চৌধুরীর সাথে দেখা হয়।’
মেন্দি সাফাদি বলেন, আসলাম চৌধুরীর সাথে সাক্ষাতের দুই মাস আগে ওয়াশিংটনে সজীব ওয়াজেদ জয় নামে বাংলাদেশের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তার সাথে সাক্ষাত হয়েছে।
এ সময় সাক্ষাতকার গ্রহণকারী টেলিভিশন পর্দায় প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের ছবি দেখিয়ে বলেন ইনি কি সে ব্যক্তি? উত্তরে মেন্দি সাফাদি বলেন, হ্যাঁ ইনিই সে ব্যাক্তি যার সাথে ওয়াশিংটনে সাক্ষাত হয়েছিলো। মেন্দি সাফাদিকে প্রশ্ন করা হয়, সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে আপনি কি জানেন? জবাবে সাফাদি বলেন, আমি জানতাম তিনি বাংলাদেশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, তবে তিনি যে প্রধানমন্ত্রীর পুত্র, তা আমার জানা ছিলো না।
বাবা হচ্ছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক
স্টাফ রিপোর্টার: কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব শিগগিরই সন্তানের বাবা হতে যাচ্ছেন। অনাগত সন্তানের মুখ দর্শনে এখন অপেক্ষার প্রহর গুণছেন মন্ত্রী ও তার স্ত্রী অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা। জানা গেছে, রেলমন্ত্রীর সন্তান সম্ভাবা স্ত্রী হনুফা আক্তার রিক্তাকে বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি সপ্তাহের যে কোনো দিন রেলমন্ত্রীর জন্য বহু কাঙ্ক্ষিত এ সুখবর আসতে পেতে পারে বলে রেলমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে রেলমন্ত্রী মুজিবুল হক কোনো মন্তব্য করতে রাজি হননি। শুধু রাজনীতির পেছনে ছুটে চলা রেলপথ মন্ত্রী তার জীবনের ৬৭টি বসন্ত অতিক্রম করে বিগত ২০১৪ সালের ৩১ অক্টোবর জেলার চান্দিনা উপজেলার মিরাখলা গ্রামের হনুফা আক্তার রিক্তাকে (৩২) বিয়ে করেন। তার ওই রাজকীয় আয়োজনের বিয়ে দেশব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি করে। আগামী ৩১ মে রেলমন্ত্রী মুজিবুল হকের হকের ৬৯ তম জন্মদিনে তাঁর পরিবারে আরো এক নতুন অতিথির আগমনের মধ্য দিয়ে এ দিনটি আরও আনন্দঘন হয়ে উঠবে এমনই আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রীর নেতা-কর্মী, ভক্ত ও সমর্থকরা।
সিঙ্গাপুরে ৬ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন
স্টাফ রিপোর্টার: এপ্রিলে সিঙ্গাপুরে গ্রেফতার ছয় বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ যোগানের অভিযোগ গঠন করেছেন দেশটির আদালত। গতকাল শুক্রবার অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের (আইএসএ) আওতায় তাদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করা হয়। এ ছয়জন হলেন মিজানুর রহমান (৩১), লিয়াকত আলী মামুন (২৯), রুবেল মিয়া (২৬), দৌলত জামান (৩৪), হাজি নুরুল ইসলাম সওদাগর ওরফে মো. জাবেদ কায়সার (৩০) ও ইসমাইল হাওলাদার ওরফে সোহেল হাওলাদার (২৯)।
চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করল বখাটে
স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুরে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে বখাটে এক যুবক। তার হামলায় আরো তিন ছাত্রী আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে মহিপুর কলেজের কাছে এ ঘটনা ঘটে। নিহত কনিকা রানি (১৪) সদর উপজেলার দিয়াড় ধাইনগর গ্রামের লক্ষণ ঘোষের মেয়ে। সে মহিপুর এসএম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলো।