টিপ্পনী

 

 

খবর: (চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে আদালতে মামলা)

 

ও ছেলেরা ও ছেলেরা

তোমরা করো কী কী

ছি! ছি!

মামলা হলো তাই তোমাদের

যায় না দেখা টিকি!

 

হাসপাতালের সিঁড়ি ঘরে

হয় নিশিদিন এ কী

সে কী

ফষ্টি এবং নষ্টি করো

আমড়া কাঠের ঢেঁকি।

 

ওই ঢেঁকিতে কাজ হবে না

চুপটি করে থাকো

পাকো

কেলেংকারি ঢাকতে হলে

পীরের পানি মাখো।

 

আহাদ আলী মোল্লা

 

 

 

Leave a comment