চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলার ৬ ইউনিয়নে নির্বাচন ব্যালট পেপার ও নির্বাচন সামগ্রী বিতরণ

 

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: পঞ্চম দফায় চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচনের ব্যালট পেপার, ব্যালট বাক্স ও নির্বাচন সামগ্রী বিতরণ করা হয়েছে।  গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এদিকে, নির্বাচনী এলাকায় নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্য পুলিশ ও বিজিবির সহায়তা সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও মোবাইলকোর্ট পরিচালনার জন্য ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব প্রদান করেছেন জেলা ম্যাজিস্ট্রেট সায়মা ইউনুস।

আজ ২৮ মে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর, জুড়ানপুর, কুড়ুলগাছি ও কার্পাসডাঙ্গা এবং জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ও সীমান্ত ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৮, সংরক্ষিত সদস্য পদে ৬৫ এবং সাধারণ সদস্য পদে ২৫৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১ লাখ ৫৩ হাজার ১৪৩ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। ছয়টি ইউনিয়নের ৭০ ভোটকেন্দ্রের মধ্যে ১০টি অধিক ঝুঁকিপূর্ণ ও ৩২টি অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে পুলিশের বিশেষ শাখা চিহ্নিত করেছে।

Leave a comment