স্বামীকে ফেলে দু সন্তান নিয়ে পালিয়েছে ওমান প্রবাসী গৃহবধূ : দিশেহারা স্বামী

 

জীবননগর ব্যুরো: ওমান থেকে ফিরে স্বামী গৃহে যাওয়ার কথা বলে দু সন্তান নিয়ে পালিয়েছে প্রবাসী গৃহবধূ সেলিনা খাতুন (৩৩)। স্বামীর অভিযোগ স্ত্রী প্রবাসে পরকীয়ায় জড়িয়েছেন। তাকে ফেলে দু সন্তান নিয়ে সে আবার ওমানে পাড়ি জমাবে। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন স্বামী সুরুজ খান (৩৮)। সন্তানদের নিয়ে বিদেশে যাওয়া আটকাটে বুধবার তিনি জীবননগর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

অভিযোগে জানা যায়, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় লড়াইঘাটের আব্দুল খালেকের ছেলে সুরুজ খান বর্তমানে জীবননগর উপজেলার লক্ষ্মীপুরে বসবাস করেন। সে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রামনারায়ণপুর মোল্লাবাড়ির মৃত শফিক উল্লার মেয়েকে বিয়ে করেন। তাদের ঘরে সুমনা (৬) ও শাওন (৪) নামক এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গত দু বছর আগে সেলিনা ওমানে পাড়ি জমায়। সেখানে গিয়ে সে পরকীয়ায় জড়িয়ে পড়ে। দু বছর পর গত ৩১ এপ্রিল সেলিনা দেশে ফেরে। ওঠে স্বামীর লক্ষ্মীপুরের বাসায়। গত ১৫ মে দু সন্তানকে নিয়ে সে স্বামী গৃহ শ্যামকুড় লড়াইঘাটায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু সে শ্যামকুড় না গিয়ে পিত্রালয় নোয়াখালীর চাটখিলে চলে গেছে। সেখানে গিয়ে সে আত্মগোপন করেছে। স্বামীর সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দিয়েছে। স্বামীর অভিযোগ সেলিনা বিদেশে পরকীয়ায় জড়িয়েছেন। তার দু সন্তান নিয়ে সে এবার ওমানে পাড়ি জমাবে। এমন আশঙ্কা থেকে সে দিশেহারা হয়ে পড়েছে। সন্তানদের বিদেশে নিয়ে যাওয়া আটকাতে সে আইনের আশ্রয়া নিয়েছে বলে জানিয়েছে।

 

Leave a comment