কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সরকারি কলেজের পরিসংখ্যান সম্মান ১ম বর্ষের এক ছাত্রীকে বাসায় ডেকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হওয়ায় ঘটনায় কলেজের ছাত্রী হোস্টেলের ডাইনিং বন্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ। এতে চরম দূর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা। গত ২৪ মে মঙ্গলবার কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্রী হোস্টেলের এ ডাইনিং বন্ধ করা হয়।
ছাত্রী হোস্টেলের এক ছাত্রী জানান, শ্লীলতাহানির প্রতিবাদ ও ঘটনায় জড়িত অধ্যক্ষের বিচার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ধারাবাহিক কর্মসূচি পালন কারার অপরাধে কলেজ কর্তৃপক্ষ গত ৩দিন যাবৎ হোস্টেলের ডাইনিং বন্ধ করে দিয়েছেন। এই অবস্থায় চলমান পরীক্ষায় অংশ নেয়া ছাত্রীরা চরম ভাবে বিপর্যস্ত জীবন যাপন করছে। অবিলম্বে এর অবসান চান ছাত্রী হোস্টেলের শিক্ষার্থীরা।
এবিষয়ে মুঠোফোনে আলাপকালে বর্তমান দায়িত্বপ্রাপ্ত উপাধ্যক্ষ বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক আনছার হোসেন ডাইনিং বন্ধের সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি তিনি অবগত, এর সমাধানে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষিকা ড. নুরুন্নাহার বেগমকে দায়িত্ব দেয়া হয়েছে। ছাত্রী হোস্টেলের দায়িত্ব নেয়া কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষিকা ড. নুরুন্নাহার বেগম জানান, ছাত্রী হোস্টেলের কুক অসুস্থ্য জনিত ছুটিতে থাকায় গত ৩ দিন যাবৎ সেখানে রান্নার কাজ বন্ধ আছে। এর সমাধানে বিকল্প অন্য কাউকে দিয়ে রান্নার কাজ করানোর চেষ্টা চলছে।
উল্লেখ্য গত ৫ মে, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ বদরুদ্দোজা ছাত্রী হোস্টেলের এক ছাত্রীকে বাসায় ডেকে এনে ধর্ষণ চেষ্টার ঘটনায় কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠে এবং ঘটনায় জড়িত অধ্যক্ষের বিচার দাবিতে অদ্যবধি ধারাবাহিক ভাবে নানা প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা। অপরদিকে ১ম বর্ষের ছাত্রীকে বাসায় ডেকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কলেজের অধ্যক্ষ অধ্যাপক বদরুদ্দোজার বিচার ও উদ্ভুত পরিস্থিতির সমাধান দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কুষ্টিয়া সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা।