আলমডাঙ্গা ব্যুরো: এবার মামলা তুলে নিতে উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাঞ্ছিত শিক্ষককে চাকুরিচ্যূত ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে লাঞ্ছিত প্রধান শিক্ষক মোখলেছুর রহমান সাংবাদিকের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলার উদয়পুর গ্রামে অবস্থিত উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিতে অবস্থিত ৪টি দোকানঘর মাসিক ভাড়ায় লিজ দেয়া ছিলো। ওই সকল দোকানে বিদ্যালয় চলাকালীন সময়ে কেরাম খেলা চলে। বখাটেদের আড্ডাস্থলে পরিণত হয়। ফলে কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক প্রধান শিক্ষক মোখলেছুর রহমান দোকানগুলি সরিয়ে নিতে নির্দেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৩ মে তাকে লাঞ্ছিত করে একই গ্রামের জুলমতের ছেলে হাসিবুল, আশাবুল, লালন, মৃত ভুলাইয়ের ছেলে রেজাউল, রেজাউলের ছেলে কামরুজ্জামান ও ওয়াবুলের ছেলে বুদু। এ ঘটনায় প্রধান শিক্ষক আলমডাঙ্গা থানায় লিখিত এজাহার দায়ের করেন। প্রধান শিক্ষকের দায়েরকৃত মামলা থেকে বাঁচতে হামলাকারীরা হয়ে উঠেছে বেপরোয়া। মামলা তুলে নিতে প্রধান শিক্ষককে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এমনকি মিথ্যা মামলা দিয়ে চাকরিচ্যূত করার হুমকিও দিচ্ছে।