জীবননগর কয়ায় আ. লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন : ভষ্মীভূত হয়েছে প্রধানমন্ত্রীর ছবিসহ পোস্টার ও চেয়ার

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার সীমান্ত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের কয়া গ্রামে স্থাপিত নির্বাচনী ক্যাম্পটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। গত বুধবার গভীর রাতে অপর একজন চেয়ারম্যান প্রার্থীর লোকজন এ আগুন দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, নির্বাচনী পোস্টার, ব্যানার ও অফিসে থাকা চেয়ার ভষ্মীভূত করা হয়েছে। এ ব্যাপারে ১১ জনকে আসামি করে গতকাল বৃহস্পতিবার জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

কয়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে মামুন হোসেনের অভিযোগসূত্রে জানা যায়, কয়া গ্রামের তছের আলীর ছেলে ওমর আলী (২৫), জামাল ফকিরের ছেলে সোহাগ (২৪), মৃত কিতাব বক্সের ছেলে সাইদুল ইসলাম (৪০), সুলতানের ছেলে তারিকুল ইসলাম (৩০), গিয়াস উদ্দিনের ছেলে জাহাঙ্গীর (৪০) ওরফে কানাই, সাইদুর রহমানের ছেলে রাশেদ (৩০), মৃত তক্কেলের ছেলে আব্দুর করিম (৩০), মৃত রবিউল ইসলামের ছেলে আলফাজ (৪০), শহিদুল ইসলামের ছেলে ফরজ (৩০), জালাল উদ্দিনের ছেলে হারুন (৩০) ও নুর ইসলাম (৪৫) সকলে অপর এজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করছেন। এরা সকলে একজোট হয়ে বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে কয়া গ্রামে স্থাপিত আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের নির্বাচনী ক্যাম্পে আক্রমণ করে এবং তাতে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা মুহূতের্র মধ্যে অফিসের রক্ষিত আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, নির্বাচনী পোস্টার, ব্যানার ও চেয়ার পুড়ে ভষ্মীভূত হয়। এ সময় ওই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ব্যাপারে মামুন হোসেন বাদী হয়ে গতকাল জীবননগর থানাতে উল্লেখিতদের আসামি করে মামলা দায়ের করেছেন।

 

Leave a comment