আলমডাঙ্গা-খাসকররা সড়কে হাউসপুর গ্রামের নিকটবর্তীস্থানে রাস্তার বেহাল দশা

 

শরিফুল ইসলাম রোকন: আলমডাঙ্গা সরোজগঞ্জ সড়কে হাউসপুর গ্রামের নিকটবর্তীস্থানে রাস্তার বেহাল দশা। রাস্তা ভেঙে পুকুরের ভেতরে বিলিন হয়ে যাচ্ছে। প্রতিদিনই দুর্ঘটনায় পড়ছে গাড়ি চালকসহ পথচারিরা। গতকাল বৃহস্পতিবার এক চাউল ব্যবসায়ীর ১২০ বস্তা চাউল বোঝাই গাড়িসহ পুকুরের মধ্যে উল্টে পড়ে।

জানা গেছে, আলমডাঙ্গা-খাসকররা সড়কের হাউসপুর গ্রামের শেষ দিকে রাস্তার দুপাশে পুকুর রয়েছে। বর্ষায় পুকুরে পানি ভর্তি হয়ে যায়। যার কারণে  রাস্তা ভেঙ্গে পুকুরের মধ্যে চলে গেছে। রাস্তার দুই পাশে বাঁধ নেই। কয়েক বছর ধুরে ওই জায়গার রাস্তাটা ভেঙে থাকলেও মেরামতের কোনো নাম গন্ধ নেই। গতবছর ওই এলাকার কিছু ছেলেরা নিজে উদ্যোগী হয়ে রাস্তায় মাটি ও ইটের খোয়া দিয়ে মেরামত করলেও আবার তা ভেঙে গেছে। গতকাল সরোজগঞ্জ বাজারের বিশ্বাস এন্টারপ্রাইজের প্রোপাইটার জিয়াউর রহমান পোড়াদহ থেকে ১২০ বস্তা চাউল নিয়ে যাওয়ার সময় চাউলের গাড়ি উল্টে পুকুরের মধ্যে চলে যায়। প্রায় দেড় লাখ টাকা চাউল পানিতে পড়ে গিয়ে নষ্ট হয়েছে। ওই রাস্তা দিয়ে কোনো বড় যানবাহন চলাচল করতে পারছে না। এলাকাবাসি প্রশাসনের নিকট দাবি করেছে দ্রুত রাস্তাটি সংস্কার না করলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে।