সাকিববিহীন কোলকাতাকে হারিয়ে মুস্তাফিজদের প্রতিশোধ

 

মাথাভাঙ্গা মনিটর: কোলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনালের পথ পরিস্কার করলো মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের এলিমিনেটর পর্বে কেকেআরকে ২২ রানে হারিয়েছে সানরাইজার্স। এর আগে গ্রুপ পর্বের দুই ম্যাচেই জিতেছিলো কোলকাতা। গতকাল বুধবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে ১৪০ রানেই শেষ হয় সাকিববিহীন কোলকাতার ইনিংস।

দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস হেরে ব্যাট করতে নেমে কেকেআর বোলারদের সামনে বড় কোনো ইনিংস খেলতে পারেননি সানরাইজার্স ব্যাটসম্যানরা। তবে যুবরাজের ৪৪, হেনরিকসের ৩১ ও ওয়ার্নারের ২৮ রানে ভর করে বেশ ভালো স্কোর দাঁড় করায় সানরাইজার্স। কুলদ্বীপ ৩৫ রানে ৩, মরনে মরকেল ও জেসন হোল্ডার নেন ২টি করে উইকেট। ১৬৩ রানে লক্ষ্যে খেলতে নেমে ভুবনেশ্বর কুমার ও হেনরিকসের দাপটে দাঁড়াতে পারেননি কোনো কেকেআর ব্যাটসম্যান। দলের পক্ষে সবেচেয়ে বেশি ৩৬ রান করেন মনীষ পাণ্ডে। এছাড়া ২৮ রান করেন অধিনায়ক গম্ভীর। ভুবনেশ্বর কুমার নেন ৩ উইকেট। ৪ ওভারে ২৮ রান দিলেও কোনো উইকেট পাননি মুস্তাফিজ।