চুয়াডাঙ্গায় কলেরা রোগী শণাক্তকরণে কর্মশালা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কলেরা রোগী শণাক্ত করার লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে সদর হাসপাতাল মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কলেরা রোগ নির্ণয়ে এখন থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রতিদিন ৪ জন রোগীর মল পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় ও ইনষ্টিটিউট অব ইপিডিমিওলজি ডিজিস কন্ট্রোল এন্ড রিসার্স ( আইইডিসিআর) এর আয়োজনে এবং আইসিডিডিআরবির সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ওয়ালিউর রহমান নয়নের সভাপতিত্বে কর্মশালায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বিএমএ’র সাধারণ সম্পাদক সিভিল সার্জন (অব.) ডা. শাহাদাৎ হোসেন, আইইডিসিআর এর প্রতিনিধি ডা. জাকির হোসেন হাবিব, আইসিডিডিআরবি’র প্রতিনিধি ডা. মাহবুব হোসেন ও ডা. আশফাকুজ্জামান কর্মশালায় বক্তব্য রাখেন। সদর হাসপাতালের মেডিসিন ও শিশু বিভাগের সকল নার্স ও সকল মেডিকেল টেকনোলজিস্ট কর্মশালায় অংশগ্রহণ করেন।

চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ওয়ালিউর রহমান নয়ন বলেন, সরকারের গৃহীত কর্মসূচি সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কলেরা রোগ নির্ণয়ে সকলকে আন্তরিক সহযোগিতা করতে হবে।

Leave a comment