মাথাভাঙ্গা মনিটর: আতলেতিকো মাদ্রিদের মাঠ ভিসেন্তে কালদেরনে গত রোববার ফাইনালে সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে ঘরোয়া ‘ডাবল’ জেতে লুইস এনরিকের দল। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের ৯৬তম মিনিটে জরদি আলবা বার্সেলোনাকে এগিয়ে দেওয়ার পর শেষ মুহূর্তে দ্বিতীয় গোলটি করেন নেইমার। ম্যাচ শেষে পিকে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দলের (জয়ের) ধারা অসাধারণ। প্রথমার্ধে ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানো লালকার্ড দেখে মাঠ ছাড়ায় লম্বা সময় ১০ জন নিয়ে খেলতে হয় বার্সেলোনাকে। পিকে বলেন, আমাদের অনেক সময় ধরে রক্ষণে খেলতে হয়েছে এবং কিছু প্রতিআক্রমণ করার চেষ্টা করি। আধা ঘণ্টার দিকে ম্যাচটি সত্যি খুব কঠিন হয়ে গিয়েছিলো, কিন্তু আমরা লড়াই করেছি, আমরা জিতেছি এবং আমি মনে করি, এটা আমাদের প্রাপ্য।
শিরোপা জয়ের এই ধারা আগামী মরসুমেও ধরে রাখার প্রত্যয়ের কথা জানান পিকে। বার্সেলোনার অধিনায়ক স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা খুশি শিরোপা জয় দিয়ে মরসুম শেষ করতে পারায়। ফাইনালে আপনি সব সময়ই ভুগবেন, কিন্তু এটা খুব চমৎকার একটি ম্যাচ ছিল, সেভিয়া ও আমাদের উভয় দিক থেকেই। মরসুমটা এভাবে শেষ করতে পেরে আমরা খুব খুশি। দলের দুটি গোলেই অবদান রাখা এবং ম্যাচ জুড়ে অসাধারণ খেলা লিওনেল মেসির সাথে নেইমারেরও প্রশংসা করেন ইনিয়েস্তা। স্পেনের এ প্লেমেকার নিজের খেলাতেও সন্তুষ্ট।