চুয়াডাঙ্গা শহরের রাস্তার ওপর থেকে মালামাল সরিয়ে নিতে ১০ জনকে পৌরসভার নোটিশ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর শহরের রাস্তার যেখানে সেখানে নির্মাণ সামগ্রী রাখার ফলে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। তাছাড়া এ কারণে ছোটখাটো দুর্ঘটনাও ঘটে থাকে। প্রায়ই দেখা যায়, রাস্তার ধারে ইট, খোয়া, বালু ও বাঁশ-কাঠ রাখা হয়। দীর্ঘদিন রাস্তার ওপর এসব রাখার ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এছাড়া পরিবেশও নষ্ট হচ্ছে। যা পৌর বিধির সরাসরি লঙ্ঘন ও দণ্ডনীয় অপরাধ।

চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩০ মে GOB, ADB & OFID এর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল চুয়াডাঙ্গা পৌর এলাকার চলমান প্রকল্পের কাজ পরিদর্শন করবে। তারা চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করবেন। এ কারণে আগামী ২৮ মের মধ্যে সরকারি রাস্তা হতে নির্মাণসামগ্রীসহ সব ধরনের মালামাল অপসারণ করতে বলা হয়েছে। অন্যথায় বিধি মোতাবেক পৌরসভা ব্যবস্থা নেবে। মালামাল সরিয়ে নিতে জেলা শহরের জোয়ার্দ্দার টাউয়ারের মিজাইল হোসেন, টরিক মিয়ার সাইদ স্কয়ার, মোজাম্মেল হক (বঙ্গজ), সরকারি বালিকা বিদ্যালয়ের নিকটস্থ বখতিয়ার মিয়া, বাদশা মল্লিক, শহীদ আবুল কাশেম সড়কের ওলিউল ইসলাম জোয়ার্দ্দারের ছেলে মো. হাসান, একাডেমী মোড়ের সম্ভু জোয়ার্দ্দার, বাস টার্মিনাল এলাকার ভোলা মালিতার ছেলে লাটিম, ঝিনাইদহ সড়কের বকুল মিয়া ও রেলবাজার পিওপি সুপার মার্কেটের ডা. বারীকে চিঠি দিয়েছে পৌরসভা।

Leave a comment