সীমান্ত হত্যা চোরাচালান রোধ ও মাদকের কুফল সম্পর্কে জীবননগরের গয়েশপুরে মতবিনিময়

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীন গয়েশপুর বিজিবি ক্যাম্পের আয়োজনে গয়েশপুর স্কুলমাঠে মাদক সেবন বন্ধ, শিশু ও নারী পাচাররোধ এবং সীমান্তে চোরাচালান প্রতিরোধসহ মাদকের কুফল সম্পর্কে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ৪টার দিকে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, সীমান্ত ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহাজান, গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুর-অর-রশিদ, জীবননগর থানার এসআই মো. একরাম হোসেন প্রমুখ।