মাথাভাঙ্গা মনিটর: শ্রীলঙ্কায় ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ৭৩ জন নিহত হয়েছেন। ঘর হারিয়েছেন দু লাখেরও বেশি মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছে দেশটির জাতীয় ক্রিকেট দল। ইংল্যান্ড সফরে থাকা শ্রীলঙ্কা দল ১০ লাখ রুপি ঘোষণা করেছে।
লঙ্কান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুজ এক টুইটবার্তায় জানান, আমরা বন্যায় এতো লোকের প্রাণহানির খবর শুনে মর্মাহত হয়েছি। যারা ক্ষতির সম্মুখিন হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করছি। আপনাদের পাশেই আছি আমরা। লঙ্কান ক্রিকেট বোর্ডের সদস্য চান্দ্রিশান পেরেরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে দলের অধিনায়ক এক মিলিয়ন রুপি দেয়ার ঘোষণা দিয়েছেন। ম্যাথুজ এবং দলের বাকি সকল সদস্য আলোচনা করেই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বন্যাকবলিত এলাকার মানুষদের জন্য আমরা খুব শিগগিরই ঘোষিত সাহায্য পাঠানোর ব্যবস্থা করছি।