দামুড়হুদা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান
দর্শনা অফিস: দামুড়হুদা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়েছে দর্শনায়। দর্শনা ঘুঘুডাঙ্গা তালতলাপাড়ায় এ অভিযানে পুলিশ ইয়াবাসহ মাদককারবারী জালাল ও চায়নাকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত পরশু শুক্রবার রাত পৌনে ১২টার দিকে দামুড়হুদা থানার এসআই সুব্রত বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের ঘুঘুডাঙ্গা তালতলাপাড়ার চিহ্নিত মাদককারবারী চায়না ও জালালের বাড়িতে। পুলিশ জালাল ও চায়নাকে গ্রেফতার করে তাদের কাছ থেকে উদ্ধার করেছে ২০ পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় এসআই সুব্রত বিশ্বাস বাদি হয়ে আলম মাস্টারের ছেলে জালাল ও মফিজ উদ্দিনের মেয়ে চায়নার বিরুদ্ধে গতকাল শনিবার দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন।