বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের পশ্চিমবঙ্গের ক্ষমতায় মমতা
মাথাভাঙ্গা মনিটর: পশ্চিমবঙ্গে বিধানসভায় আবারো ক্ষমতায় আসছেন মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। গতবারের চেয়েও বেশি আসন নিয়ে বিপুল বিক্রমে রাজ্য সরকার গঠন করতে চলেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া ভোট গণনায় ২৯৪ আসনের মধ্যে ২১২ আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। এর আগে ২০১১ সালের নির্বাচনে ১৮৪ আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিলো তাদের। অপরদিকে কংগ্রেস ৪৭ ও বামফ্রন্ট ২৮টি আসনে জয় পেয়েছে। কেন্দ্রীয় সরকারে থাকা বিজেপি পেয়েছে তিনটি আসন। নির্বাচন শেষ হওয়া পর ফলাফলের পূর্বাভাসে বলা হয়েছিলো মমতা ১৬৫ থেকে ১৭০টি আসনে জয় পেয়ে ফের ক্ষমতায় আসতে পারেন। কিন্তু এখন দেখা যাচ্ছে, বামফ্রন্ট ও কংগ্রেসের ভরাডুবি ঘটিয়ে দুই তৃতীয়াংশেরও বেশি সংখ্যাগরিষ্টতা পেয়েছে তৃণমূল। দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হতে যাওয়ায় এরই মধ্যে মমতার বাসার সামনে উদযাপন শুরু হয়ে গেছে। সারদা কেলেঙ্কারি ও নারদা স্টিং অপারেশনের কারণে কিছুটা পেছানো ছিলেন মমতা। এর সাথে কলকাতায় ফ্লাইওভার ধসে তার ওপর আরো বেশি চাপ সৃষ্টি করেছিলো। তবে ফলাফলে দেখা যাচ্ছে এতোকিছুর পরও ঘাস ফুলেই গেছে গণরায়। অবশ্য নিজের জয় নিয়ে প্রায় নিশ্চিত ছিলেন মমতা বন্দোপাধ্যায়। নির্বাচন চলাকালে একটি সভায় জয়ের বিষয়ে আশাবাদ প্রকাশ করেছিলেন তিনি। জোট ছাড়া বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরেই মমতা ঘোষণা দিয়েছেন, রাজ্যে বিজয়োৎসব চলবে ৩০ মে পর্যন্ত। গত পাঁচ বছর তৃণমূল সরকার যে ঢালাও উন্নয়ন করেছে রাজ্যে তার জন্যই এই বিপুল জয়, বলেন মমতা।
আসাম বিধানসভা নির্বাচনে বিজেপির জয়
মাথাভাঙ্গা মনিটর: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের রাজ্য সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। টানা তিন বার ক্ষমতায় থাকা কংগ্রেসকে হটিয়ে রাজ্যটি জয় করল কেন্দ্রে ক্ষমতাসীন মোদীর দল বিজেপি। রাজ্যের ১২৬ আসনের মধ্যে বিজেপি একাই ৭১ আসনে জয় নিশ্চিত করেছে। এছাড়াও আরো ১২টি আসনে এগিয়ে রয়েছে দলটি। অপরদিকে জাতীয় কংগ্রেস শেষ খবর পাওয়া পর্যন্ত ২২টি আসনে জয় পেয়েছে। আরো পাঁচটি আসনে এগিয়ে রয়েছে তারা। পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা ও তামিল নাড়ু ও পন্ডিচেরিতে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হচ্ছে গতকাল বৃহস্পতিবার। এর মধ্যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস, তামিল নাড়ুতে জয়ললিতার নেতৃত্বাধীন এআইএডিএমকে কেরালায় বামপন্থীরা ও পন্ডিচেরিতে কংগ্রেস জোট জয় পেয়েছে। নির্বাচনে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস বিভিন্ন রাজ্যে আসন হারিয়েছে। পাঁচটি বিধানসভার মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। অপরদিকে রাজ্যগুলোর মধ্যে আসামে ব্যাপক সাফল্য পেয়েছে বিজেপি।
নিখোঁজ হওয়া বিমানটি বিধ্বস্ত হয়েছে : ফরাসি প্রেসিডেন্ট
মাথাভাঙ্গা মনিটর: নিখোঁজ হওয়া ইজিপ্টএয়ারের বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসেয়া ওলাদ। এয়ার বাস এ ৩২০ বিমানটি ৬৬ জন মানুষ নিয়ে প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে নিখোঁজ হয়ে ছিলো। প্যারিসে এক সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট বলেন, যতো তথ্য পাওয়া গেছে সেগুলো ইঙ্গিত দিচ্ছে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এর আগে ইজিপ্ট এয়ার কর্তৃপক্ষ জানিয়েছিলো যে ৬৬ জন যাত্রী ও ক্রু সহ তাদের কায়রোগামী বিমান নিখোঁজ হয়েছে। বিমানটির অনুসন্ধান অভিযানে ফ্রান্স নৌকা ও বিমান পাঠিয়ে সহায়তার ঘোষণা দেয় এবং কায়রোতে ফরাসী দূতাবাসে খোলা হয় ক্রাইসিস সেল। বিমান কর্তৃপক্ষ বলছে কায়রো সময় রাত আড়াইটায় মিশরের আকাশসীমায় প্রবেশের আগমূহুর্তে তাদের এয়ারবাস এ ৩২০ বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিমানটিতে তিনটি শিশুসহ ৫৬জন যাত্রী ছিলেন। এছাড়া সাত জন ক্রু ও তিনজন নিরাপত্তা কর্মী ছিলেন। যাত্রীদের মধ্যে ৩০জন মিশরের, ১৫ জন ফ্রান্সের ও দুজন ইরাকি ছাড়াও ব্রিটেন, কানাডা, বেলজিয়াম, কুয়েত, সৌদি আরব, আলজেরিয়া, সুদান, চাদ ও পর্তুগালের নাগরিক ছিলেন।
সুপারবাগ তিন সেকেন্ডে একজনকে হত্যা করবে
মাথাভাঙ্গা মনিটর: ব্যাকটেরিয়া সুপারবাগ প্রতি তিন সেকেন্ডে একজনকে হত্যা করবে। ২০৫০ সালের মধ্যে যদি বিশ্ব জরুরি পদক্ষেপ না নেয়। প্রভাবশালী এক মেডিকেল প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সুপারবাগকে প্রতিরোধের ওষুধের জন্য একটি বৈশ্বিক পরিকল্পনা নেয়া হয়েছে। যার জন্য কয়েক শ কোটি ডলার বিনিয়োগ দরকার। বৈশ্বিক এ পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়, সুপারবাগ থেকে বাঁচার জন্য বর্তমানে অ্যান্টিবায়োটিক ব্যবহার পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আনতে হবে। পাশাপাশি মানুষকে এ বিষয়ে সচেতন করে তুলতে গণহারে প্রচারণা চালাতে হবে। এতে বলা হয়, বর্তমান বিশ্বে ওষুধ ব্যবহার করে ইনফেকশন থেকে বাঁচার পদ্ধতি খুব দ্রুত অকার্যকর হয়ে পড়ছে। প্রতিবেদনটিতে বিষয়টিকে ‘সন্ত্রাসবাদের মতো’ বড় ধরনের ঝুঁকি হিসেবে তুলে ধরা হয়। এর একটি কারণ হচ্ছে নতুন ধরনের অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা হয়নি। ২০১৪ সালে অ্যান্টিবায়োটিকজনিত রোগ প্রতিরোধ বিষয়টি পর্যালোচনা শুরুর পর থেকে এখন পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ সুপারবাগের ইনফেকশনের কারণে মারা গেছেন।