তিতুদহের গড়াইটুপি মেলার সামনের তে-মাথায় আলমসাধু-লাটাহাম্বার মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত : গরুর মৃত্যু

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গড়াইটুপি মেলার সামনে তে-মাথায় আলমসাধু-লাটাহাম্বারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছেন। সংঘর্ষে একটি গরুর প্রাণহানি ঘটেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজন হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ জেলার বুড়াই গ্রামের কয়েকজন গরুব্যবসায়ী আলমসাধুতে গরু নিয়ে জীবননগরের শিয়ালমারী পশুহাটে যাচ্ছিলেন। এ সময় তারা গড়াইটুপি মেলার সামসেনর পাকাসড়কের তে মাথায় পৌঁছুলে বিপরীত দিকে থেকে আসা একটি লাটাহাম্বারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই একটি গরু মারা যায়। আহত হয় আলমসাধুতে থাকা বুড়াই গ্রামের উমিত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৬) ও আলমগীর (২৮),  মৃত বাক্কা মিয়ার ছেলে লতিফ মিয়া (২২)। আহতদের উদ্ধার করে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। এদের মধ্যে জাহাঙ্গীরের মাথার আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার করেন। এদিকে লাটাহাম্বারের মালিক মহাম্মদজমা ক্যাম্পের এসআই মফিজদ্দীনের। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। একই সময় তিতুদহ ক্যাম্প পুলিশের এসআই আ.রশিদ পৌঁছে লাটাহাম্বারটি ক্যাম্পে নেয়ার চেষ্টা করলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়ে যায়। একপর্যায় এসআই মফিজ জোর করে তার লাটাহাম্বারটি নিয়ে যান।