চুয়াডাঙ্গায় ইউপি নির্বাচনে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ইউপি নির্বাচনকে ঘিরে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। নির্বাচনী এলাকায় আগামী ২৭ মে রাত ১২টা থেকে ২৮ মে রাত ১২টা পর্যন্ত কয়েকটি বিশেষ ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী ২৮ মে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর, কার্পাসডাঙ্গা, কুড়ুলগাছি এবং জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ও সীমান্ত ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ভোটগ্রহণের আগের রাত ২৭ মে রাত ১২টা থেকে ২৮ মে রাত ১২টা পর্যন্ত ইজিবাইক, মাইক্রোবাস, জিপ, পিক-আপ, প্রাইভেটকার, বাস-ট্রাক, টেম্পু চলাচলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ভোটগ্রহণের তিনদিন আগে ২৫ মে থেকে ২৮ মে রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই আদেশ লঙ্ঘন করে চলাচল করলে তাদের বিরুদ্ধে আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।