বেগমপুর প্রতিনিধি: মাদকাসক্ত একটি সন্তানের জন্য একটি পরিবার ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে তখন সত্যিই খারাপ লাগে। আর এসব চিত্র শুরু এবং শেষ সবকিছুই একজন সাংবাদিক তার লেখনির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেন তখন গা শিউরে ওঠে। সেই লেখনি থেকে যারা শিক্ষা নেয় তারা বেঁচে যায়, সমাজের নানা অসঙ্গতি তুলে ধরতে গিয়ে নানা রকম হয়রানির শিকার হতে হয় সাংবাদিকদের। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয় হলরুমে আয়োজিত মাদক ও সামাজিক অপরাধ রোধে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু।
আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সামাজিক উন্নয়নে সাংবাদিকতা, সংবাদপত্র নিয়ে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান। তিনি বলেন, সুস্থ্য সাংবাদিকতার মধ্য দিয়ে সমাজের পরিবর্তন সম্ভব। এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদরথানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক, সাংবাদিক আব্দুস সামাদ অপূর্ব, সেলিম রেজা, রাসেল হোসেন সম্পাদক তরিকুল ইসলাম, ডা. শরিফুল ইসলাম, সোনা মিয়া, রফিকুল ইসলাম, দর্শনা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এসএম ওসমান, দর্শনা প্রেসক্লাবের যুগ্মসম্পাদক নজরুল ইসলাম, ৭১ টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এমএ মামুন, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন, আব্দুল্লাহ আল মামুন, মীর মফিজ উদ্দিন, আব্দুস কুদ্দুস, নাজিম মাস্টার, জাহিদুল ইসলাম জাহিদ, সাইফুল আজম মিন্টু প্রমুখ। অনুষ্ঠনটি পরিচালনা করেন হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলী হোসেন মাস্টার।