ওষুধ না পেয়ে অভিমান করে চুয়াডাঙ্গা ছয়ঘরিয়ার বৃদ্ধার আত্মহত্যা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ছয়ঘরিয়ার বৃদ্ধা হদিছন নেছা আত্মহত্যা করেছেন। ছেলে-মেয়েরা ওষুধ কিনে না দেয়ায় অভিমান ক্ষোভে বিষপানে তিনি আত্মহত্যা করেন। গতকাল বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিনি মারা যান।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত মোবারক মণ্ডলের স্ত্রী হদিছন নেছা (৬০) সম্প্রতি চোখে সমস্যা অনুভব করেন। কয়েক দিন আগে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী তার ওষুধের দরকার হয়। তিনি একই উপজেলার হাকিমপুরে মেয়ে ইসমত আরার বাড়িতে যান। গতকাল বৃহস্পতিবার নিজ বাড়িতে ফেরেন তিনি। সকালে ছেলে মুক্তার হোসেনকে ওষুধ কিনে দেয়ার জন্য বলেন। কিন্তু ছেলে মুক্তার তার কথায় তেমন আমল দেন না। ক্ষোভে ও অভিমানে সকাল ১০টার দিকে বিষপান করেন তিনি। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে মারা যান হদিছন নেছা।