স্টাফ রিপোর্টার: ফুটবলের উন্নয়নের জন্য সদস্য ফেডারেশনগুলো ফিফার দেয়া অনুদানের অঙ্ক আড়াই লাখ ডলার থেকে সাড়ে সাত লাখ ডলার হয়েছে। তবে আর্থিক সুবিধার পুরোটা পেতে হলে ফেডারেশনগুলোকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির কিছু শর্ত পূরণ করতে হবে। মেক্সিকোতে সদ্য শেষ হওয়া ফিফা কংগ্রেসে যোগ দেয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ অনুদান বৃদ্ধির সাথে শর্ত যোগ হওয়ার বিষয়টি বুধবার সাংবাদিকদের জানান।
তিনি বলেন, আগের বছরগুলোতে আমরা ফিফার কাছ থেকে সব মিলিয়ে আড়াই লাখ ডলার পেতাম। সেই সংখ্যাটি বড় দাগে বেড়ে এখন হচ্ছে পাঁচ লাখ ডলার। ফিফার ২১১টি সদস্য ফুটবল সংক্রান্ত কোনো কাজ না করলেও বছরে ১ লাখ ডলার করে পাবে। বাকি চার লাখ ডলার পেতে হলে তাদের ১০টি শর্তের মধ্যে কমপক্ষে আটটি পূরণ করতে হবে। অর্থাৎ প্রতিটি শর্ত পূরণে ৫০ হাজার ডলার করে দেবে ফিফা। এর বাইরেও জাতীয় দলের ট্রাভেল সাবসিডি (ভ্রমণ ব্যয়) হিসেবে আরো আড়াই লাখ পাওয়া যাবে। এ অঙ্কটি পেতে হলে জাতীয় দলের কর্মকাণ্ড ফিফাকে দেখাতে হবে।
অনুদানের এ অঙ্ক আরও বাড়ার সুযোগ রয়েছে বলেও সাংবাদিকদের জানান সোহাগ ওই সাড়ে সাত লাখ ডলার ছাড়াও আরও আড়াই লাখ ডলার পাওয়ার সুযোগ থাকছে সদস্য দেশগুলোর সামনে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে এই অর্থ দেবে ফিফা।