মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র
মাথাভাঙ্গা মনিটর: মিয়ানমারের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। পাঁচ দশকেরও বেশী সময় দেশটিতে সামরিক শাসনের পর নির্বাচিত বেসামরিক সরকারের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়ায় নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন অর্থ বিভাগের আন্ডার সেক্রেটারি অ্যাডাম জুবিন বলেন, অং সান সু চি ও তার গণতন্ত্রপন্থী দলের নেতৃত্বাধীন একটি বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর মিয়ানমারে একটি ঐতিহাসিক ঘটনা। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আজকের পদক্ষেপ মিয়ানমারের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে আমাদের জোরালো সমর্থনের ইঙ্গিত।’ ওয়াশিংটনের এই সিদ্ধান্তের ফলে মিয়ানমারে বসবাসরত মার্কিন নাগরিকদের নিয়মিত বাণিজ্য ও আর্থিক কাজকর্মের ওপর থেকে বাধা থাকলো না। দেশটির কালো তালিকাভুক্ত তিনটি ব্যাংকের ওপর থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়েছে।
ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্প
মাথাভাঙ্গা মনিটর: ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ৭। বাংলাদেশ সময় বুধবার বেলা ১টা ৫৩ মিনিটে এই ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ইকুয়েডরের রোসা জারাটের ৩৪ কিলোমিটার পশ্চিম-উত্তর পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। এর উত্পত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠ থেকে ৩২ দশমিক ৪ কিলোমিটার গভীরে। প্রশান্ত মহাসাগরী সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পে বড় ধরনের সুনামি আশঙ্কা নেই। ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে লোক নিয়োজিত করা হয়েছে। তার ফিরে এসে প্রতিবেদন দেবে।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বোমা বিস্ফোরণে পুলিশ নিহত
মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় নগরী পেশোয়ারে জোড়া বোমা বিস্ফোরণে বুধবার অন্তত এক পুলিশ নিহত ও আরো ১০ জন আহত হয়েছে। কর্মকর্তারা জানান, পুলিশের টহল দলকে লক্ষ্যে করে সেখানে হামলা চালানো হয়। পেশোয়ারের দক্ষিণ উপকণ্ঠের আসলাম ধেরি এলাকায় রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা প্রথমে বিস্ফোরিত হয়। পুলিশের একটি টহল গাড়ি বোমার ওপর দিয়ে যাওয়ার সময় এটির বিস্ফোরণ ঘটে। হতাহতদের সহায়তায় পুলিশ ও উদ্ধারকারীরা এগিয়ে আসার ২০ মিনিট পর দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয়। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান বলেন, দুটি বোমা বিস্ফোরণে এক পুলিশ সদস্য নিহত ও অপর তিনজন আহত হয়। হাসপাতালের কর্মকর্তা জুলফিকার আলী বাবাখেল বলেন, হাসপাতালে একটি মৃতদেহ ও ১০ জনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়। আহতদের মধ্যে তিনজন পুলিশ ও সাত জন বেসামরিক লোক। তাৎক্ষণিকভাবে কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি।
টুইন টাউয়ার হামলায় ক্ষতিগ্রস্তরা সৌদি আরবের বিরুদ্ধে মামলা করতে পারবে!
মাথাভাঙ্গা মনিটর: নিউইয়র্কের ‘টুইন টাউয়ার’ হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সৌদি আরবের কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারবে এমন একটি আইনের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। ‘জাস্টিস এগেইনস্ট স্পন্সর অব টেরোরিজম অ্যাক্ট’ বা জেএএসটিএ নামের এই প্রস্তাবিত আইনটি মঙ্গলবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষের সদস্যদের সর্বসম্মত কণ্ঠভোটে পাস হয়। সিনেটে পাস হওয়া প্রস্তাবিত আইনটি এবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষে যাবে। সেখানে জুডিশিয়ারি কমিটি প্রস্তাবটির ওপর শুনানির আয়োজন করবে বলে ধারণা প্রকাশ করেছেন কমিটির এক সহযোগী। প্রস্তাবটি আইনে পরিণত হলে জেএএসটিএ যুক্তরাষ্ট্রের মাটিতে সন্ত্রাসী হামলার সাথে জড়িত বিদেশি রাষ্ট্রের সার্বভৌম ছাড় বিলুপ্ত করে ওই দেশের সরকারের বিরুদ্ধে মামলা করার বিষয়ে বিদ্যমান বিধিনিষেধ তুলে দিবে। এতে হামলায় নিহতদের পরিবার ও আত্মীয়-স্বজন এবং আহতরা অভিযুক্ত দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করে মামলা করতে পারবে। এই ক্ষেত্রে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে হামলার সাথে সৌদি আরব জড়িত, এটি প্রমাণ করতে নিউইয়র্কের ফেডারেল আদালতে আইনি লড়াই করার অনুমতি পাবেন আইনজীবীরা।