ফেনসিডিলসহ দর্শনা হল্টস্টেশনের মজনু গ্রেফতার

ড়াদহ জিআরপি পুলিশের মাদকবিরোধী অভিযান

 

দর্শনা অফিস: পোড়াদহ জিআরপি থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়েছে দর্শনা হল্টস্টেশনে। ফেনসিডিলসহ গ্রেফতার করেছে মজনুকে। গ্রেফতারকৃত মজনুর বিরুদ্ধে পোড়াদহ থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে পোড়াদাহ জিআরপি থানার সেকেন্ড অফিসার এসআই আ.খ.ম মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা হল্টস্টেশন এলাকায়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, স্টেশন চত্বর থেকে হল্টস্টেশনপাড়ার কালু শাহ’র ছেলে মজুনকে গ্রেফতার করে তার দেহ তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ৭ বোতল ফেনসিডিল। এ ঘটনায় এসআই মনিরুজ্জামান বাদী হয়ে গতকালই পোড়াদহ জিআরপি থানায় মজুনর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

প্রত্যক্ষদর্শী ও মজনুর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে উল্টো কথা। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মজনুর সাথে দারোগা মনিরুজ্জামানের লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরেই ঘটলো এ ঘটনা। তবে প্রত্যক্ষদর্শীরা বলেছে, মজনু ফেনসিডিলের কারবার করলেও গতকাল বিকেলে কোনো প্রকার ফেনসিডিল ছাড়াই পুলিশ তাকে গ্রেফতার করে ফেনসিডিলসহ মামলা দায়ের করলো। অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পোড়াদাহ থানার ওসির সুদৃষ্টি কামনা করা হয়েছে।

Leave a comment