খবর: (ভারতের আন্তঃনদী সংযোগ বাস্তবায়ন হলে বিপর্যয়ের শিকার হবে বাংলাদেশ)
বাংলাদেশের নদ-নদী যায় শুকিয়ে
খরায় খরায় আমরা মরি ধুঁকিয়ে
দাদার এতো কিসের গোমর
স্যালুট সালাম আদাব নো মোর
ওনার ভয়ে থাকছি না আর লুকিয়ে।
বাংলাদেশে ফারাক্কা বাঁধ বসিয়ে
নিজের কপাল নিচ্ছো ঠিকই রসিয়ে
আমরা হলাম কলুর বলদ
হচ্ছে না দূর মনের গলদ
নিচ্ছো আবার শক্ত জমি চষিয়ে।
কায়দা রকম বন্ধু-মিতে পাতিয়ে
সোনার দেশের নিচ্ছো সোনা হাতিয়ে
দিচ্ছো গাঁজা ফেনসিডিল
খেলে সবার মগজ ঢিল
শাসন শোষণ করছো দু পায় লাথিয়ে।
-আহাদ আলী মোল্লা