জীবননগর বাঁকায় নারী ও শিশুপাচার প্রতিরোধে সভা

জীবননগর ব্যুরো: নারী ও শিশু পাচার প্রতিরোধে জীবননগর উপজেলার বাঁকায় স্কুলপর্যায়ে সচেতনতামূলকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতা ঊষা সংস্থা এ সচেতনতামূলকসভার আয়োজন করে।

বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে নারী ও শিশুপাচারের ভয়াবহতার চিত্র তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার কোমল কুমার ভট্টাচার্য। ঊষার সমন্বয়নকারী আলমগীর হোসেনের পরিচালনায় সভায় অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন ঊষার পরিচালক আরিফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া খাতুন।

Leave a comment