জীবননগরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলে বালকে সুবলপুর ও বালিকায় বাজদিয়া উপজেলা চ্যাম্পিয়ন

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গতকাল বুধবার স্টেডিয়ামে টাইব্রেকারে বালকে সুবলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে হাসাদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকাদের খেলায় বাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ উভয় দলের অধিরায়কের হাতে ট্রফি তুলে দেন।

স্টেডিয়ামে অনুষ্ঠিত বালকদের প্রথম খেলায় সুবলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাসাদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। খেলাটি নির্দিষ্ট সময়ে ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে গড়াই। টাইব্রেকারে সুবলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে হাসাদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

বালিকাদের অপর খেলায় সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুখোমুখি হয় বাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় বাজদিয়া ২-০ গোলে সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে ইউএনও নুরুল হাফিজের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির ও ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার কোমল কুমার ভট্টাচার্য। শেষে বিজয়ী ও রানারআপ উভয় দলের অধিনায়কদের হাতে চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি তুলে দেয়া হয়।

Leave a comment