জীবননগরের উথলী ও রাজাপুর বিজিবির কারেন্টজাল পলিথিন ও ফেনসিডিল উদ্ধার

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ভারতীয় কারেন্ট জাল, পলিথিন, ওয়ান টাইম প্লেট ও ফেনসিডিল এবং রাজাপুর বিজিবি ফেনসিডিল উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, উথলী বিওপির টহল দলের কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাগুরা জেলা শহরে অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৮০ কেজি ভারতীয় কারেন্ট জাল, ২০৯ কেজি পলিথিন ও ১০ হাজার পিস ওয়ান টাইম প্লেট উদ্ধার করেন। একই টহল দল উথলী থেকে ৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

অপরদিকে রাজাপুর বিওপির টহল দলের কমান্ডার হাবিলদার লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মানিকপুর মাঠে অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। তবে বিজিবি এ সময় সংশ্লিষ্ট চোরাচালানীকে আটক করতে পারেনি বলে জানা গেছে।