অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঝিনাইদহ পলিটেকনিকে শিক্ষার্থীদের ভাঙচুর ও বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি: অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিউটের অধ্যক্ষের কক্ষসহ কয়েকটি কক্ষ ভাঙচুর করে। পরে শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ করে।

প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে কলেজের শিক্ষার্থীরা প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর শুরু করে। সে সময় অধ্যক্ষ নিজের কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে সেখান থেকে ভাঙচুর করে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

কলেজের শিক্ষার্থী সাকিব হাসান প্রিন্স জানায়, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মিজানুর রহমান দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ আত্মসাৎ করে আসছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের টাকা আত্মসাৎ, শিক্ষার্থীদের সাথে অসদাচরণ করে আসছেন। তবে অধ্যক্ষ প্রকৌশলী মিজানুর রহমান জানান, শিক্ষার্থীরা কী কারণে তার কার্যালয় ভাঙচুর করেছে তা তিনি জানেন না।