হাসপাতাল সড়কের অদূরে ইটচোর ধরে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে আমজাদ নামের এক ইটচোরকে ধরে পুলিশে দিয়েছেন ইটের মালিক। গতরাত দেড়টার দিকে হাসপাতাল সড়কে বাসা থেকে চুরি করে নেয়ার সময় হাতেনাতে ধরা পরে সে। পরে আটক আমজাদকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশে দেয়া হয়। আটককৃত ইটচোর আমজাদ হোসেন চুয়াডাঙ্গা সিঅ্যান্ডবি পাড়ার মৃত সলেমানের ছেলে।

চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফরের হাসপাতাল সড়কের অদূরে বাড়ি থেকে কয়েকদিনে প্রায় ৫শ ইট চুরি হয়। গতরাত দেড়টার দিকে ইট চুরি করে ইজিবাইকে নেয়ার সময় হাতেনাতে ধরা পরে আমজাদ। পরে তাকে ধরে সদর থানা পুলিশে দেয়া হয়।

Leave a comment