জীবননগর গঙ্গাদাসপুরের ডবল মার্ডার মামলার মোস্ট ওয়ানটেড বাদল গ্রেফতার

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিরোধপূর্ণ গঙ্গাদাসপুর গ্রামের ভূমিহীনপাড়ায় ভয়াবহ বোমা হামলাসহ কুপিয়ে দুজনকে খুন করার ঘটনায় মোস্ট ওয়ানটেড ও এজাহারভুক্ত আসামি বাদলকে (৩২) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকত বাদল রেজাউল গোলদারের ছেলে। ঝিনাইদহ থানা পুলিশের সহযোগিতা নিয়ে জীবননগর থানা পুলিশ রোববার তাকে ঝিনাইদহ শিশুপার্কের নিকট থেকে গ্রেফতার করে। গতকাল সোমবার তাকে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। সেখানে পালিয়ে থেকে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে এবং ভূমিহীনদের নেতা হানেফ ও সাহাবুলকে হত্যার পরিকল্পনা করে বলে অভিযোগ করা হয়েছে। চলতি বছরের ৪ জানুয়ারি রাত ৭টার দিকে গঙ্গাদাসপুর পূর্বপাড়া ভূমিহীন পরিবারের ওপর ভয়াবহ হামলা চালানো হয়। এ হামলায় মোহাম্মদ আলী ও শাহাবুদ্দিন নিহত হন। আহত হন নারীসহ ৫ জন।

পুলিশ সূত্রে জানা যায়, গঙ্গাদাসপুরের ৬২ ভূমিহীন পরিবারের ১১৬ বিঘা জমি নিয়ে গ্রামের একটি পক্ষের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ অবস্থায় গত ৪ জানুয়ারি  ভূমিহীন পরিবারের ওপর হামলা চালানো হয়। আব্দুল মালেক মোল্লার ছেলে মিল্টন ও রেজাউল গোলদার ওরফে সনুর ছেলে বাদলের নেতৃত্বে ২০-২৫ জন দুর্বৃত্ত এ হামলা চালায় বলে অভিযোগ করা হয়। হামলায় ভোজালীর আঘাতে মোহাম্মদ আলীর নাড়ি-ভূড়ি বেরিয়ে পড়ে এবং শাহাবুদ্দিনের ডান পা ডাসা দিয়ে কুপিয়ে বিচ্ছিন্ন করা হয়। দুর্বৃত্তরা আহত শাহাবুদ্দিনের ক্ষতিগ্রস্ত পা কেটে নিয়ে যায়। হামলায় আহত নিহত শাহাবুদ্দিনের স্ত্রী মালেকা খাতুন (৫৫), আবু বকর সিদ্দিক ওরফে কালনার ছেলে মোমিনুর রহমান (৪২), নিহত মোহাম্মদ আলীর ভাই আব্দুল গফুর (৩৫), মৃত ফরজ মণ্ডলের ছেলে আমির হোসেন (৪৪) ও মকছেদ আলীর স্ত্রী সুরাতুন নেছাকে (৮৫) আহত হন। এ ঘটনায় থানাতে হত্যামামলা দায়েরের পর বাদল পালিয়ে যায়। দীর্ঘদিন পর পুলিশ তাকে ঝিনাইদহ থেকে গ্রেফতার করে।