ভ্রাম্যমাণ আদালতে আলমডাঙ্গা চিৎলার দু যুবকের জেল

1441,0,0,0,339,256,341,2,2,146,50,0,0,100

চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড়ে গৃহবধূকে মোবাইলফোনে উত্ত্যক্ত

1441,0,0,0,383,256,289,1,0,117,51,0,0,100

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় গৃহবধূকে উত্ত্যক্ত করার অপরাধে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারুফুল আলম এ রায় দেন।

ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের দৌলতদিয়াড় কোরিয়াপাড়ার এক গৃহবধূকে মাসখানেক ধরে মোবাইলফোনে উত্ত্যক্ত করে আসছিলো আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামের লেকবার হোসেনের ছেলে কাজল। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে আবারও গৃহবধূর মোবাইলফোনে কল করে কাজল। এ সময় ওই গৃহবধূ কৌশলে তাকে দৌলতদিয়াড়ে আসতে বলে। কাজল তার গ্রামের আব্দুল মজিদের ছেলে আরিফুলকে সাথে নিয়ে দৌলতদিয়াড়ে আসলে এলাকাবাসী তাদেরকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারুফুল আলম অভিযুক্ত কাজলকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও সাথে আসা আরিফুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।