বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা মামলার চার্জশিট দাখিল : চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

????????????????????????????????????

 

দেশ ও জাতির বাকশক্তি হরণ করে একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে গোটা দেশ কারাগারে পরিণত করেছে

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা মামলার অভিযোগপত্র দাখিল করায় চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার সারাদেশে বিএনপি ও তার অঙ্গসংগঠন এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। রোববার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা জেলা বিএনপি বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ করে। সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধা মিথ্যা মামলার চার্জশিটসহ নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার বিকেল ৫টার দিকে জেলা বিএনপির কেদারগঞ্জস্থ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বড় বাজারের দিকে যাওয়ার সময় পুলিশি বাঁধার মুখে পড়ে। বড় বাজার মুখে যেতে না পেরে আবার মিছিলটি দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, ২০ দলীয় জোট নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ সর্বস্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হয়রানি, খুন-গুমসহ বিভিন্নভাবে নিপীড়ন করছে। দেশ ও জাতির বাকশক্তি হরণ করে একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে গোটা দেশ কারাগারে পরিণত করেছে। প্রতিবাদের ডাক এলেই বিএনপি চেয়ারপারসনসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট উক্তি প্রচার করে। ক্ষমতায় থাকার জন্য মানুষকে ভুল বুঝিয়ে নীল নকশার সাজানো নির্বাচন দিয়ে নিজের হাতকে শক্তিশালী করার চেষ্টা করছে।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে কর্মসূচির সমাপ্তি করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সভাপতি জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. এমএম শাহজাহান মুকুল, পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্টু, জেলা বিএনপির সিনিয়র সদস্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি, জেলা আহ্বায়ক কমিটির সদস্য হাজি রবিউল ইসলাম বাবলু, থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজি আব্দুল খালেক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মঙ্গল, জেলা আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. হেদায়েত হোসেন আসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি আরশেদ আলী কালু, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক বকুল, সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম ওহিদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি হাজি আব্দুল মান্নান, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মাহবুবুল আলম ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাজাহান খাঁন। উপস্থিত ছিলেন, পৌর মহিলা দল নেত্রী সেলিনা বেগম, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলমসহ জেলা, থানা, পৌর, ওয়ার্ড বিএনপির ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজীব খান।

এদিকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. শামীম রেজা ডালিম স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি হিসেবে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টায় জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি। মানুষের কোনো নিরাপত্তা নেই। ঘরে থাকলে খুন, বাইরে গেলে গুম, এই আশঙ্কায় দেশের মানুষ শঙ্কিত। অনির্বাচিত সরকার ক্ষমতা টিকিয়ে রাখার জন্যই বেগম জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার চার্জশিট দাখিল করেছে। সমাবেশে মিথ্যা মামলার চার্জশিটসহ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু, বিএনপি নেতা সর্দার আলী হোসেন, অ্যাড. শামীম রেজা ডালিম, রেজাউল করিম মুকুট, আবু জাফর মন্টু, অ্যাড. মইনুল হোসেন, রবিউল ইসলাম লিটন, শাহাদৎ হোসেন মাস্টার, যুবদল নেতা আশরাফ বিশ্বাস মিন্টু, মকলেছুজ্জামান মকলেছ, রবিউল মল্লিক, তৌফিকুজ্জামান তৌফিক, আরিফুজ্জামান মিল্টু, বিএনপি নেতা রবিউল ইসলাম, নুরু চেয়ারম্যান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল জাহিদ, খ.ম. ইউসুফ, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, রুবেল আহম্মেদ, আব্দুর রাজ্জাক বাবুল, লোকমান হোসেন, ইলিয়াস আলী, আবুল কালাম আজাদ, আবুল কামাল, টোটন মিয়া প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অপরদিকে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা রজব আলী মার্কেটস্থ কার্যালয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও পৌরসভার বর্তমান কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি।

প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মাহামুদুল হক পল্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহানারা পারভীন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমূল হাবিব, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সহসভাপতি হাফিজুর রহমান মুক্ত, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছোটি, মো. আলাউদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন আশাদুল হক বটুল, মাবুদ সরকার, বজলুর রহমান, খাইরুল ইসলাম, হাসেম আলী, বদরুদ্দিন বাদল, শিমুল, ইয়াসিন হাসান কাকনসহ ছাত্রনেতা পারভেজ, আমির হোসেন, রিন্টু, শিপ্লব, বিপ্লবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মামলা-হামলা, জুলুম নির্যাতনের ভয় দেখিয়ে বিএনপিকে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন-সংগ্রাম থেকে বিরত রাখা যাবে না। বক্তারা আরও বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলায় দলের নেতাকর্মীকে ঘরে বসে নয়, রাজপথে থেকে আন্দোলন করতে হবে।

 

Leave a comment