মাথাভাঙ্গা মনিটর: দিবা-রাত্রির টেস্টের প্রতি সমর্থন জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্রিস গেইল বলেছেন, তার বিশ্বাস নতুন এ ধারাটি দীর্ঘ ভার্সনের ক্রিকেটকে আরো বেশি জনপ্রিয় করে তুলতে পারে। গত নভেম্বরে অ্যাডিলেড ওভালে প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। যে ম্যাচে ১ লাখ ২৩ হাজারের বেশি দর্শক মাঠে উপস্থিত হয়েছিলো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা গেইল সাংবাদিকদের বলেন, ভক্তদের জন্য এটা হবে ভিন্ন ধর্মী কিছু। তবে নতুন এ ধারাটি কেন শুরু করা যাবে না এবং সংক্ষিপ্ত ভার্সনের ন্যায় সফল হবে না- তার কোনো কারণ আমি দেখছি না।
দিবা-রাত্রির টেস্টের সমর্থনে গেইল
