চুয়াডাঙ্গার নেহালপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের পুরস্কার বিতরণ

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউপি কর্তৃক আয়োজিত নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে গতকাল শনিবার সকাল ৯টায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। খেলায় ইউনিয়নের ১৮ প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার কামরুজ্জামান। নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষাক আ. রাজ্জাকের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মইনুল ইসলাম শান্তি মণ্ডল, শিক্ষক আ.জলিল, জয়নাল আবেদীন, জাকির হোসেন, জহির উদ্দীন, ফরিদা বেগম, রেশমা বেগম, সানজিদা বেগম, আ.রহমান প্রমুখ। ৯ থেকে ১৪ মে খেলাগুলো পরিচালনা করেন নজরুল ইসলাম ও আলা উদ্দীন।

Leave a comment