গলায় গামছা দিয়ে গ্রামময় টেনেহেঁচড়ে নিয়ে বেড়ালেন প্রতারিতরা

Exif_JPEG_420

আত্মগোপন করেও শেষ রক্ষা হল না কুষ্টিয়ার ইবি থানার পাটিকাবাড়ি গ্রামের আদম দালাল উজ্জ্বল হোসেনের

আলমডাঙ্গা ব্যুরো: আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না কুষ্টিয়ার ইবি থানার পাটিকাবাড়ি গ্রামের আদম দালাল উজ্জ্বল হোসেনের (৩৪)। দীর্ঘদিন পর গতকাল শনিবার গ্রামের বাজারে পেয়ে প্রতারিত কয়েকজন তাকে গলায় গামছা জড়িয়ে গ্রামময় টানাহেঁচড়া করে। পরে গ্রামবাসী বেদম পিটিয়ে তাকে ছেড়ে দিয়েছে।

জানা গেছে, পাটিকাবাড়ি গ্রামের আব্দুল হকের ছেলে উজ্জ্বল হোসেন ৭ বছর আগে দুবাই যায়। ২ বছর পর দুবাই থেকে বাড়ি ফিরে আর বিদেশ যায়নি। গ্রাম এলাকায় শুরু করে আদমব্যবসা। এলাকার ১০/১২ জনের নিকট থেকে প্রায় ২/৩ বছর আগে বিদেশ পাঠানোর নামে সে ২৫/৩০ লাখ টাকা হাতিয়ে নেয়। এদের ভেতর মাত্র কয়েকজনকে বিদেশ পাঠালেও বেশিরভাগ ব্যক্তির টাকা আত্মসাৎ করে নিজে আত্মগোপন করে। প্রতারিতরা এ যাবৎ তার সাথে যোগাযোগ করতে পারতো না। অনেকে গোপনে জেনে যায় যে, আদম দালাল উজ্জ্বল বাড়িতেই অবস্থান করছে। এদের মধ্যে একই গ্রামের প্রতারিত শিপন ও ইয়ার আলী আদমব্যবসায়ীকে ধরতে তকেতকে থাকতো। গতকাল দুপুরে আদম ব্যাপারী উজ্জ্বল ঘর থেকে বের হয়ে গ্রামের বাজারে উপস্থিত হলে তাকে ঘিরে ধরে শিপন ও ইয়ার আলী। পরে তাদের সাথে অনেকেই যোগ দেন। তারা ভরা বাজারে আদম দালালের গলায় গামছা জড়িয়ে টানতে টানতে সারা গ্রামে ঘুরিয়ে নিয়ে বেড়াই। পরে গ্রামবাসীর উপস্থিতিতে আদম দালাল সকলের টাকা ফেরত দিতে অঙ্গীকার করলে তাকে ছেড়ে দেয়া হয়।