কুষ্টিয়ায় বিদ্যুতায়নের উদ্ধোধনকালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

সন্ত্রাস জঙ্গীবাদ ও মানুষ হত্যা করে সরকারের উন্নয়ন বন্ধ করা যাবে না

আলমডাঙ্গা ব্যুরো/ হালসা প্রতিনিধি:  যারা আওয়ামী লীগ সেজে জয় বাংলা ধানের শীষ বলে নৌকার পরাজয় করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয় তাদের মুখে আওয়ামী লীগের কথা সাজে না। তিনি আরও বলেন, আমরা ঐক্য করেছি মহাজোটের স্বার্থে, দেশের আপাময় মানুষের কল্যাণের জন্য। বর্তমান উন্নয়ন দেখে বেগম খালেদা জিয়া উন্মাদ হয়ে গেছে। তাই সন্ত্রাসী, জঙ্গীবাদী ও মানুষ হত্যা করে সরকাররে উন্নয়ন বন্ধ করা যাবে না। যারা এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজী ও গুন্ডামী করছেন, তাদের গুন্ডামী-সন্ত্রাসী বন্ধ করার জন্য প্রশাসনকে নির্দেশ দিচ্ছি।

গতকাল মিরপুর উপজেলার কুর্শা ও ছাতিয়ান ইউনিয়নের কয়েকটি রাস্তার ভিত্তিপ্রস্তর ও গ্রামে পল্লী বিদ্যুতায়নের উদ্ধোধনকালে তথ্যমন্ত্রী জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু-এমপি উপরোক্ত বক্তব্য রাখেন। ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রামে গ্রাম বিদ্যুতায়ন উদ্ধোধন শেষে প্রবীন শিক্ষক আলফাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারীজোট নেত্রী ও মন্ত্রী মহোদয়ের সহর্ধমিনী আফরোজা হক রিনা, জেলা জাসদের সভাপতি গোলাম মহাসিন, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলী স্বপন, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জিএম হারুন অর রশিদ, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা, মিরপুর থানা জাসদের সাধারন সম্পাদক আহমদ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানা জাসদের নেতা হাফিজুর রহমান, আমবাড়ীয়া নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলন, কুর্শা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ওমর আলী, কুর্শা ইউপি জাসদের সভাপতি জামিরুল মেম্বর, মালিহাদ ইউপির সাবেক চেয়ারম্যান বদর উদ্দিন ভদু, মিরপুর থানা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন প্রমুখ। এ সময় তথ্যমন্ত্রি কুর্শা ইউপির রামনগর হইতে কুর্শা বাজার সড়ক, কুন্টিয়াচর সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে শাকদহচর মোড় এবং বালুরচর মোড় হতে কাটদহচরসহ তিনটি রাস্তা ও ১ শটির  বেশি নতুন বিদ্যুৎ সংযোগ উদ্ধোধন করেন।

 

Leave a comment