মেহেরপুর আমঝুপি ইউনিয়নের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে ফরহাদ হোসেন এমপি

শুধু নতুন শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধিই নয় শিক্ষার মানোন্নয়নে কাজ করছে বর্তমান সরকার

মেহেরপুর অফিস: শুধু নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধিই নয়, শিক্ষার মানোন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। এ সরকারের আমলে এসএসসি ও এইচএসসি পরিক্ষায় ভাল ফলাফল করছে শিক্ষার্থীরা। বেড়েছে পাশের হার। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চালু করা হয়েছে ডিজিটাল পদ্ধতিতে পাঠ দান। এতে দিনদিন কমছে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা। শিক্ষার হার বাড়াতে আগামীতে প্রতিটি গ্রামে স্কুল, মাদরাসাসহ নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হবে। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। আমঝুপি ইউনিয়নের ইসলামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করেন গ্রামবাসী ও ইসলামনগর ছাত্র উন্নয়ন সংঘ। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরোও বলেন, শুধু শিক্ষা ক্ষেত্রে নয় রাস্তাঘাট রাস্তাঘাট কালভাট নির্মানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নিয়েছে সরকার। এলাকার রাস্তাঘাট নির্মানের প্রতিশ্রুতিও দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক নূর রহমান। বিশেষ অতিথি ছিলেন আমঝুপি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান বোরহান উদ্দীন চুন্নু, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শফি।

উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদত, আমঝুপি ইউপি সদস্য আবুল কাশেম, সংরক্ষিত মহিলা সদস্য কামরুন নাহার। পরে আমঝুপি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।