বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদার ৬ ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার জুড়ানপুর, কার্পাসডাঙ্গা, কুড়লগাছি, পারকৃষ্ণপুর-মদনা, হাউলী ও দামুড়হুদা সদর এই ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩৫, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য পদে ৬৭ এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ২৪৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
জুড়ানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী ইদ্রিস আলী (ধানের শীষ), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহরাব হোসেন (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নাজিম উদ্দীন (হাত পাখা) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে (আওয়ামী লীগের বিদ্রোহী) রফিকুল ইসলাম (মোটরসাইকেল), আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম (আনারস) এবং আবুল কালাম (চশমা)। এ ইউনিয়নের সংরক্ষিত ১ নং ওয়ার্ডে ৩ প্রার্থীর মধ্যে দেলোয়ারা খাতুন (মাইক), নাজমিন আকতার (হেলিকপ্টার) এবং নূরজাহান বেগম (বক)। সংরক্ষিত ২ নং ওয়ার্ডে ৪ প্রার্থীর মধ্যে দিলুয়ারা খাতুন (সূর্যমূখী ফুল), পারুলা খাতুন (হেলিকপ্টার), মধুমালা (মাইক) এবং মুসলিমা খাতুন (বক)। সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে ৩ জন প্রার্থীর মধ্যে রশিদা খাতুন (হেলিকপ্টার), জামেনা খাতুন (মাইক) এবং সাহার বানু (বক)। এছাড়া ১ নং সাধারণ ওয়ার্ডে ২ প্রার্থীর মধ্যে খলিলুর রহমান (মোরগ) এবং হামিদুল হক (টিউবওয়েল)। ২ নং সাধারণ ওয়ার্ডে ৪ প্রার্থীর মধ্যে সাইদুর রহমান লিটন (মোরগ), একরামুল হক (তালা), আফজালুর রশিদ (টিউবওয়েল) এবং আইন উদ্দীন (ফুটবল)। ৩ নং সাধারণ ওয়ার্ডে ২ প্রার্থীর মধ্যে খোকন আলী (মোরগ) এবং মোজাফ্ফর হোসেন (ফুটবল)। ৪ নং সাধারণ ওয়ার্ডে ৪ প্রার্থীর মধ্যে তরিকুল ইসলাম (টিউবওয়েল), জয়নাল আবেদীন (মোরগ) কামাল উদ্দীন (ফুটবল) এবং শওকত আলী (তালা)। ৫ নং সাধারণ ওয়ার্ডে ২ প্রার্থীর মধ্যে মিনারুল হক (টিউবওয়েল) এবং নজরুল ইসলাম (মোরগ)। ৬ নং সাধারণ ওয়ার্ডে ৪ প্রার্থীর মধ্যে ইউনুছ আলী (ফুটবল), নজরুল ইসলাম (টিউবওয়েল), রাহেন উদ্দীন (মোরগ) এবং সাইফুল ইসলাম (বৈদ্যুতিক পাখা)। ৭ নং সাধারণ ওয়ার্ডে ৫ প্রার্থীর মধ্যে রাজিব হোসেন (ফুটবল), জয়নাল হক (টিউবওয়েল), ছিতাব আলী (মোরগ) আমিনুল ইসলাম (বৈদ্যুতিক পাখা) এবং মশিউর রহমান (তালা)। ৮ নং সাধারণ ওয়ার্ডে ২ প্রার্থীর মধ্যে আবুল কাশেম মল্লিক (ফুটবল) এবং রুহুল আমিন (মোরগ)। ৯ নং সাধারণ ওয়ার্ডে ৪ প্রার্থীর মধ্যে ইয়ামিন হোসেন (ফুটবল), সামসুজ্জোহা (মোরগ), আনারুল ইসলাম (টিউবওয়েল) এবং ফজলুর রহমান পেয়েছেন (তালা)।
কার্পাসডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খলিলুর রহমান ভূট্টু (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ বিশ্বাস (ধানের শীষ), জামায়াত সমর্থিত প্রার্থী নায়েব আলী (চশমা), ওয়ার্কাস পার্টি মনোনীত প্রার্থী আব্দুস সামাদ (হাতুড়ী), এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) সহিদুল হক (মোটরসাইকেল), আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী আব্দুল করিম (আনারস) এবং ওমেদুল হক পেয়েছেন ঘোড়া) প্রতীক। এ ইউনিয়নে সংরক্ষিত ১ নং ওয়ার্ডে ৩ প্রার্থীর মধ্যে আলেয়া খাতুন (মাইক), রহিমা খাতুন (সূর্যমূখী ফুল) এবং শাহানা পারভিন পেয়েছেন (বক)। সংরক্ষিত ২ নং ওয়ার্ডে ৪ প্রার্থীর মধ্যে তহুরা বেগম (সূর্যমূখী ফুল), কনকলতা (বক), রোকেয়া বেগম (মাইক) এবং রৌশনয়ারা বেগম পেয়েছেন (তালগাছ)। সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে ৬ প্রার্থীর মধ্যে রহিমা খাতুন (হেলিকপ্টার), ফিরিজা খাতুন (মাইক), গুলছোন নাহার (বক), ইসমত আরা (তালগাছ), ফুলজান খাতুন (সূর্যমূখী ফুল) এবং রুপবান খাতুন পেয়েছেন (ক্যামেরা)। এছাড়া ১ নং সাধারণ ওয়ার্ডে ৮ প্রার্থীর মধ্যে আনারুল হক (মোরগ), আবুল কালাম (টিউবওয়েল), আব্দুল হাকিম (আপেল), আলমগীর হোসেন (লাটিম), ইস্রাফিল মণ্ডল (ভ্যানগাড়ি), মুজতুবা আলী (তালা), রমজান আলী (ফুটবল) এবং হাফিজুর রহমান বৈদ্যুতিক পাখা)। ২ নং সাধারণ ওয়ার্ডে ৩ প্রার্থীর মধ্যে মুকুল মুল্লা (মোরগ), বিল্লাল হোসেন (টিউবওয়েল) এবং রেজাউল করিম পেয়েছেন (ফুটবল)। ৩ নং সাধারণ ওয়ার্ডে ৫ প্রার্থীর মধ্যে সিরাজুল ইসলাম (মোরগ), আব্দুস ছোবহান (টিউবওয়েল), ইস্রাফিল হোসেন (বৈদ্যুতিক পাখা), মহসীন আলী (তালা) এবং মেহেদি হাসান (ফুটবল)। ৪ নং সাধারণ ওয়ার্ডে ৫ প্রার্থীর মধ্যে মোহাম্মদ আলী (টিউবওয়েল), ফজলুল হক (মোরগ), নোয়াজ্জেশ (ফুটবল), আবুল কাশেম (তালা) এবং মনিরুজ্জামান (ভ্যানগাড়ি)। ৫ নং সাধারণ ওয়ার্ডে ৩ প্রার্থীর মধ্যে সিরাজুল ইসলাম (টিউবওয়েল), মনির উদ্দীন (মোরগ) এবং অলিউজ্জামান (তালা)। ৬ নং সাধারণ ওয়ার্ডে ৫ প্রার্থীর মধ্যে আবুল হাসানাত (ফুটবল), ফকির মুহাম্মদ (টিউবওয়েল), আব্দুর রাজ্জাক (মোরগ), আজিজুর রহমান (ভ্যানগাড়ি) এবং করম আলী (তালা)। ৭ নং সাধারণ ওয়ার্ডে ৩ জন প্রার্থীর মধ্যে আসাদুজ্জামান (ফুটবল), ছানোয়ার হোসেন (টিউবওয়েল) এবং খালেকুজ্জামান (মোরগ)। ৮ নং সাধারণ ওয়ার্ডে ৬ প্রার্থীর মধ্যে গোলাম রছুল (ফুটবল) নূর মোহাম্মদ (টিউবওয়েল), ওমর ফারুক সর্দার (মোরগ), রফিকুল ইসলাম (আপেল), শুকচাঁদ মিয়া (ভ্যানগাড়ি) এবং হাশেম বিশ্বাস (তালা)। ৯ নং সাধারণ ওয়ার্ডে ২ প্রার্থীর মধ্যে সবুর আলী (মোরগ) এবং আসলাম উদ্দীন পেয়েছেন (টিউবওয়েল) প্রতীক।
কুড়ুলগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম. হবীবুল্লাহ বাহার (নৌকা), জামায়াত মনোনীত প্রার্থী সরফরাজ উদ্দীন (আনারস), বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম (ধানের শীষ) স্বতন্ত্র প্রার্থী হিসেবে (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) শাহ মোহাম্দ এনামুল করীম ইনু (চশমা) এবং কামাল উদ্দীন পেয়েছেন (মোটরসাইকেল) প্রতীক। এ ইউনিয়নে সংরক্ষিত ১ নং ওয়ার্ডে ৩ প্রার্থীর মধ্যে খোদেজা খাতুন (সূর্যমূখী ফুল, ফেরদৌসী বেগম (বক) এবং মুনজুরা খাতুন (বই)। সংরক্ষিত ২ নং ওয়ার্ডে ৩ প্রার্থীর মধ্যে ফাহিমা খাতুন (বক), শাবানা ইয়সমিন (তালগাছ) এবং শাহিদা আক্তার (হেলিকপ্টার)। সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে ৪ প্রার্থীর মধ্যে মাছুরা খাতুন (হেলিকপ্টার), সামসুন নাহার (মাইক), নাজমা জামান (বক) এবং মাজিদা খাতুন পেয়েছেন (তালগাছ) প্রতীক। এ ছাড়া ১ নং সাধারণ ওয়ার্ডে ৩ প্রার্থীর মধ্যে আজহারুল ইসলাম (মোরগ), আব্দুল হামিদ (টিউবওয়েল) এবং হারুণ অর রশিদ (ফুটবল)। ২ নং সাধারণ ওয়ার্ডে ৫ প্রার্থীর মধ্যে বাবুল হোসেন মোরগ), আব্দুল হাই (টিউবওয়েল), রেজাউল হক (ভ্যানগাড়ি), শাহজালাল (তালা) এবং আবু সিদ্দীক পেয়েছেন (ফুটবল)। ৩ নং সাধারণ ওয়ার্ডে ৬ প্রার্থীর মধ্যে শরীফ উদ্দীন (মোরগ), বশির উদ্দিন (টিউবওয়েল), আশরাফ আলী (তালা) বিদারুল ইসলাম (ফুটবল), আনিছুর রহমান (ভ্যানগাড়ি) এবং হাতেম আলী (ক্রিকেট ব্যাট)। ৪ নং সাধারণ ওয়ার্ডে ৪ প্রার্থীর মধ্যে সিদ্দিকুর রহমান (টিউবওয়েল), খলিলুর রহমান (মোরগ), ফরহাদ হোসেন (ফুটবল) এবং মারুফ হোসেন (ভ্যানগাড়ি)। ৫ নং সাধারণ ওয়ার্ডে ৩ প্রার্থীর মধ্যে কলিম উদ্দীন (টিউবওয়েল), আলী আহাম্মদ (মোরগ) এবং ইউসুফ আলী (ফুটবল)। ৬ নং সাধারণ ওয়ার্ডে ৬ প্রার্থীর মধ্যে আব্দুল হাকিম (ফুটবল), আবুল কাশেম (টিউবওয়েল), রফিকুল ইসলাম (মোরগ), হাবিবুর রহমান (ভ্যানগাড়ি), হেলাল উদ্দীন (ঘুড়ি) এবং তোফায়েল আহম্মেদ লিটন (তালা)। ৭ নং সাধারণ ওয়ার্ডে ৬ প্রার্থীর মধ্যে আজিম উদ্দীন (ফুটবল), আব্দুল আলিম (টিউবওয়েল), মাহাবুর রহমান (মোরগ), আব্দুল খালেক (ভ্যানগাড়ি), ইসলাম উদ্দীন মণ্ডল (তালা) এবং ছাফারদ্দীন (বৈদ্যুতিক পাখা)। ৮ নং সাধারণ ওয়ার্ডে ৫ প্রার্থীর মধ্যে শামসুল আলম (ফুটবল), আব্দুল কাদির (টিউবওয়েল), জিল্লুর রহমান (মোরগ), আসাদুজ্জামান (ভ্যানগাড়ি) এবং আলা উদ্দীন (তালা)। ৯ নং সাধারণ ওয়ার্ডে ৫ প্রার্থীর মধ্যে আব্দুর রব (মোরগ), আসাদুল্লাহ (টিউবওয়েল), ইব্রাহিম বিশ্বাস (তালা), মফিজুর রহমান (ফুটবল) এবং হারুণ অর রশিদ পেয়েছেন (ভ্যানগাড়ি) প্রতীক।
পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএএম জাকারিয়া আলম (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আশরাফুল হক বিপ্লব (ধানের শীষ), জামায়াত মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক (চশমা) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) আক্তারুল ইসলাম মোটরসাইকেল)। এ ইউনিয়নের সংরক্ষিত ১ নং ওয়ার্ডে ২ প্রার্থীর মধ্যে নিলুফা ইয়াসমিন (বক) এবং মালেকা খাতুন (মাইক)। সংরক্ষিত ২ নং ওয়ার্ডে ৪ প্রার্থীর মধ্যে মমতাজ বেগম (বক), নাসরিন সুলতানা (তালগাছ), ইসনাহার খাতুন (কলম) এবং শাহিনুর খাতুন (মাইক)। সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে ২ প্রার্থীর মধ্যে রিজিয়া খাতুন (মাইক) এবং শরিফা খাতুন পেয়েছেন (সূর্যমূখী ফুল)। এ ছাড়া ১ নং সাধারণ ওয়ার্ডে ৩ প্রার্থীর মধ্যে ইসমাইল হোসেন (মোরগ), আশাদুল হক (টিউবওয়েল) এবং আবু সাইদ (ফুটবল)। ২ নং সাধারণ ওয়ার্ডে ৩ প্রার্থীর মধ্যে ইস্রাফিল হোসেন মোরগ), শামসুল হক (টিউবওয়েল) এবং আলফাজ উদ্দীন (ফুটবল)। ৩ নং সাধারণ ওয়ার্ডে ৫ প্রার্থীর মধ্যে আমিন উদ্দীন (মোরগ), মজিবর রহমান (টিউবওয়েল), হযরত আলী (তালা) জাহাঙ্গীর হোসেন (ফুটবল) এবং হাকিম পেয়েছেন (ভ্যানগাড়ি)। ৪ নং সাধারণ ওয়ার্ডে ২ প্রার্থীর মধ্যে মামুন রেজা (টিউবওয়েল) এবং সাইফুল ইসলাম পেয়েছেন (ফুটবল)। ৫ নং সাধারণ ওয়ার্ডে ৫ প্রার্থীর মধ্যে নুহু মিয়া (টিউবওয়েল), আশিক ইকবাল (মোরগ), সাজ্জাদ আলী (ফুটবল), আব্দুল মান্নান (তালা) এবং আব্দুল হাই পেয়েছেন (আপেল)। ৬ নং সাধারণ ওয়ার্ডে ৩ প্রার্থীর মধ্যে ছাগির হোসেন (টিউবওয়েল), আব্দুর রহমান (মোরগ) এবং মিজানুর রহমান (তালা)। ৭ নং সাধারণ ওয়ার্ডে ৪ প্রার্থীর মধ্যে আব্দুর রাজ্জাক (ফুটবল), শহিদুল ইসলাম (টিউবওয়েল), আজিম উদ্দীন (মোরগ) এবং আজিজুল হক (তালা)। ৮ নং সাধারণ ওয়ার্ডে ৪ প্রার্থীর মধ্যে খাইরুল বাশার (ফুটবল), সোরাফ হোসেন (টিউবওয়েল), আব্দুল্লাহ আল-মামুন (মোরগ) এবং আব্দুর রহমান (তালা)। ৯ নং সাধারণ ওয়ার্ডে ৭ প্রার্থীর মধ্যে সাইদুর রহমান (মোরগ), রুহুল আমীন (টিউবওয়েল), তাজ উদ্দীন (তালা), সাইফুর রহমান (ফুটবল), ইয়াসীন আলী (ভ্যানগাড়ি), ইউনুচ আলী (ঘুড়ি) এবং ইস্রাফিল হোসেন পেয়েছেন বৈদ্যুতিক পাখা)।
হাউলী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজি সহিদুল ইসলাম (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী শাহ মিন্টু (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী হিসেবে (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) আবু সাঈদ খোকন (মোটরসাইকেল), অপর বিদ্রোহী প্রার্থী আক্তারুজ্জামান বাবু (আনারস), জামায়াত সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম (চশমা) স্বতন্ত্র প্রার্থী মো. শাহ্ তাজ আলম (রজনীগন্ধা) এবং আওরঙ্গজেব আকতার হোসেন সোহেল পেয়েছেন ঘোড়া) প্রতীক। এ ইউনিয়নের সংরক্ষিত ১ নং ওয়ার্ডে ৪ প্রার্থীর মধ্যে মনোয়ারা খাতুন (বক), হালিমা খাতুন (মাইক), খাদিজা পারভীন (সূর্যমূখী ফুল) এবং মনিরা খাতুন পেয়েছেন (কলম) প্রতীক। সংরক্ষিত ২ নং ওয়ার্ডে ৫ প্রার্থীর মধ্যে ফেরদৌসী (তালগাছ), রেবেকা সুলতানা (মাইক), শিরিনা খাতুন (জিরাফ), আলিফা খাতুন (সূর্যমূখী ফুল) এবং ছালেহা বেগম (হেলিকপ্টার)। সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে ৫ জন প্রার্থীর মধ্যে সরেজান খাতুন (মাইক) মালেকা খাতুন (সূর্যমূখী ফুল), সফুরা খাতুন (বক), আদুরী বেগম (কলম) এবং ছামেনা খাতুন পেয়েছেন (বই) প্রতীক। এ ছাড়া ১ নং সাধারণ ওয়ার্ডে ৮ জন প্রার্থীর মধ্যে দাউদ আলী (মোরগ), খোদেজা খাতুন (টিউবওয়েল), আব্দুল্লাহ আল-মামুন (ফুটবল), আনসার আলী (ভ্যানগাড়ি), আব্দুর রশিদ শাহ (আপেল), নিজাম উদ্দীন (বৈদ্যুতিক পাখা), মজিবার রহমান (ঘুড়ি) এবং শেখ সালাউদ্দীন পেয়েছেন (তালা)। ২ নং সাধারণ ওয়ার্ডে ৭ জন প্রার্থীর মধ্যে সালা উদ্দীন বাবলু (মোরগ), নজরুল ইসলাম (টিউবওয়েল) আহার আলী (ফুটবল), আজগর হোসেন (টর্চলাইট), আব্দুস সালাম (তালা), আয়ূব আলী (বৈদ্যুতিক পাখা) এবং লিটন আলী (ভ্যানগাড়ি)। ৩ নং সাধারণ ওয়ার্ডে ৬ জন প্রার্থীর মধ্যে কিসমত আলী (মোরগ), নুরুল ইসলাম (টিউবওয়েল), তাহাজ্জত হোসেন (তালা) জয়নাল আবেদীন (ফুটবল), ফিরোজ আলী (ভ্যানগাড়ি) এবং আয়ুব আলী স্বপন পেয়েছেন (আপেল) প্রতীক। ৪ নং সাধারণ ওয়ার্ডে ৫ জন প্রার্থীর মধ্যে সমসের আলী (টিউবওয়েল), আসাদুজ্জামান সেলিম (ফুটবল), আরিফুল ইসলাম মিলন (তালা), আব্দুল হান্নান (ক্রিকেট ব্যাট) এবং তোতা মিয়া পেয়েছেন মোরগ) প্রতীক। ৫ নং সাধারণ ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে মহির উদ্দীন (টিউবওয়েল), আসিফ করিম (মোরগ), নওশাদ আলী (ফুটবল), এবং শহিদুল ইসলাম পেয়েছেন (আপেল) প্রতীক। ৬ নং সাধারণ ওয়ার্ডে ৭ জন প্রার্থীর মধ্যে রিকাত আলী (টিউবওয়েল), ফিরোজ উদ্দীন (মোরগ), জামাল হোসেন (তালা), জাহিদ হোসেন (বৈদ্যুতিক পাখা), জিয়াউল হক (ফুটবল), বাবু মিয়া (আপেল) এবং মহিদুল হক (ভ্যানগাড়ি) । ৭ নং সাধারণ ওয়ার্ডে ৫ জন প্রার্থীর মধ্যে শরীফ উদ্দীন (ফুটবল), ছাইদুর রহমান (টিউবওয়েল), আতিয়ার রহমান (মোরগ) আজিজুর রহমান আশাদুল (তালা) এবং শাহজামাল হোসেন (বৈদ্যুতিক পাখা)। ৮ নং সাধারণ ওয়ার্ডে ৫ জন প্রার্থীর মধ্যে জামাল উদ্দীন (ফুটবল), জহির উদ্দীন (টিউবওয়েল), আবুল কাশেম (মোরগ) মনিরুল ইসলাম (তালা) এবং আব্দুল হান্নান (ভ্যানগাড়ি)। ৯ নং সাধারণ ওয়ার্ডে ৭ জন প্রার্থীর মধ্যে আবুল কালাম (মোরগ), রশিদ আলী (টিউবওয়েল), সাহাদ আলী (তালা), আব্দার আলী (ফুটবল), আব্দুল্লাহ সেলিম (ভ্যানগাড়ি), আব্দুল হালিম (বৈদ্যুতিক পাখা) এবং মফিজুল ইসলাম পেয়েছেন (লাটিম) প্রতীক।
দামুড়হুদা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জনের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম (নৌকা), জামায়াত মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন (মোটরসাইকেল), বিএনপি মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুর রব (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রকিবুল হাসান (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) শফিউল কবির ইউসুফ (চশমা) এবং আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী আবদুল করিম পেয়েছেন (আনারস) প্রতীক। এ ইউনিয়নে সংরক্ষিত ১ নং ওয়ার্ডে ৫ জন প্রার্থীর মধ্যে শামিমা সুলতানা (বক), শ্রাবন্তী (মাইক), রুপালী খাতুন (সূর্যমূখী ফুল), সাবিয়া খাতুন (কলম) এবং সেলিনা আক্তার (তালগাছ)। সংরক্ষিত ২ নং ওয়ার্ডে ৩ জন প্রার্থীর মধ্যে সাহিদা খাতুন (তালগাছ), পাপিয়া বেগম (হেলিকপ্টার) এবং রাশিদা মমতাজ পেয়েছেন (বক) প্রতীক। সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে তানিয়া বেগম (সূর্যমূখী ফুল), আনোয়ারা খাতুন (বক), হামিদা খাতুন (কলম) এবং আশুরা খাতুন পেয়েছেন (তালগাছ) প্রতীক। এছাড়া ১ নং সাধারণ ওয়ার্ডে ৫ জন প্রার্থীর মধ্যে লিয়াকত আলী (মোরগ), মোজাফ্ফর হোসেন (টিউবওয়েল), আক্তার আলী (ফুটবল), মোয়াজ্জেম হোসেন (ভ্যানগাড়ি) এবং আব্দুল মোমিন (তালা)। ২ নং সাধারণ ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে আলেফ খাঁ (মোরগ), আব্দুর রশিদ (টিউবওয়েল) সামসুল ইসলাম (ফুটবল) এবং বিল্লাল হোসেন (আপেল)। ৩ নং সাধারণ ওয়ার্ডে ৭ জন প্রার্থীর মধ্যে আশরাফ আলী (মোরগ), আশরাফুল হক (টিউবওয়েল), ইকতিয়ার রহমান (তালা) আবু সাঈদ (ফুটবল), আবুল হাশেম (ভ্যানগাড়ি), মতিয়ার রহমান মতি (আপেল) এবং মহিদুল ইসলাম (বৈদ্যুতিক পাখা)। ৪ নং সাধারণ ওয়ার্ডে ৫ জন প্রার্থীর মধ্যে মুনছুর আলী (টিউবওয়েল), আতিয়ার রহমান চুনো (ফুটবল), মঈনুদ্দীন (মোরগ), জাহিদুল ইসলাম বৈদ্যুতিক পাখা) এবং শহিদুল ইসলাম খাঁন (ভ্যানগাড়ি)। ৫ নং সাধারণ ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে সাইফুল ইসলাম (টিউবওয়েল), আমিনুল হক (মোরগ), মাসুদ আলী (ফুটবল) এবং লুৎফর রহমান পেয়েছেন (তালা) প্রতীক। ৬ নং সাধারণ ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে শফিউল আলম সন্টু মেম্বার (মোরগ), শরিফুল ইসলাম (তালা), আব্দুল আল মামুন (ফুটবল) এবং হাসান মিয়া (ভ্যানগাড়ি)। ৭ নং সাধারণ ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে ইব্রাহিম হোসেন (টিউবওয়েল), জালাল উদ্দীন (মোরগ) আব্দুস ছাত্তার (তালা) এবং আজিবর রহমান (ভ্যানগাড়ি)। ৮ নং সাধারণ ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে আনজিল হক (ফুটবল), লাল মোহাম্মদ (টিউবওয়েল), রফিকুল ইসলাম (মোরগ) এবং আশাদুল হক (তালা)। ৯ নং সাধারণ ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে আহসান হাবীব (মোরগ), মোস্তাক আহম্মেদ (টিউবওয়েল), কুতুব উদ্দীন (তালা) এবং আব্দুল আলীম পেয়েছেন (ফুটবল) প্রতীক।