দর্শনা শান্তিনগরে মুক্তিযোদ্ধার সাথে পল্লী বিদ্যুত কর্মীর ঠেলাধাক্কা

বকেয়া বিদ্যুত বিল পরিশোধের তাগিদ দিতে গিয়ে বাধলো দ্বন্দ্ব

দর্শনা অফিস: পল্লী বিদ্যুত সমিতির বকেয়া বিল পরিশোধের তাগিদ দিতে গিয়ে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের সাথে বেধেছে দ্বন্দ্ব। পল্লী বিদ্যুত কর্মীদের সাথে মুক্তিযোদ্ধার ঠেলাধাক্কার ঘটনায় পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি চলছে। মুক্তিযোদ্ধা পরিষদের পক্ষ থেকে করা হয়েছে প্রতিবাদসভা। গত পরশু বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির দর্শনা অফিসের ওয়েরিং ইন্সপেক্টর মুনসুর আলী ও লাইনম্যান মোমিন দর্শনা শান্তিনগরের বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়ার বাড়িতে যান বয়েকা বিদ্যুত বিল পরিশোধের তাগিদ দিতে।

পল্লী বিদ্যুত সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, বাকি পরিশোধের তাগিদ দেয়াকালে সোনা মিয়া ও তার পরিবারের লোকজনের সাথে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এক পর্যায়ে দু পক্ষের ঠেলাধাক্কার ঘটনায় মুনসুর ও মোমিন শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে।

এদিকে বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া বলেছেন, পল্লী বিদ্যুত সমিতির সদস্যরা বাড়ি ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করায় ওরা আমার সাথে মারমুখি আচরণসহ নানা ধরণের হুমকি-ধামকি দেয়। এ ঘটনায় দর্শনা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে প্রতিবাদ সভার মাধ্যমে মুনসুর ও মোমিনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তোলা হয়েছে। এদিকে পল্লী বিদ্যুত সমিতি ও সোনা মিয়া পাল্টাপাল্টি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

Leave a comment